কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই আমাদের দেখা।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো,
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন,
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন,
তোমাকেই সব বলে দেবো, তুমি জানো
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে,
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে,
জল ছুঁয়ে ভেঙে যাবে, জমা অভিমানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো।
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই আমাদের দেখা।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও,
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
কথাগুলো লিরিক্স – মিনার রহমান :
Koto din giyiche koto robi koto soni
Koto raat jure chao chuye chuye balcony
Koto tumi koto ami Koto bedonay lekha
Aaj kotodin nei amader dekha
Dekha hobe kotha hobe hobe kichu gaano
Kothagulo pakhi hok dana jhaptano