https://www.youtube.com/watch?v=XseQt_ll1Nw
Koster Kotha Lyrics by Sajal :
Koster Kotha Song is Sung by Sajal. Music Composed by Shahed And Koster Kotha Bolbo Kake Lyrics In Bengali Written by Goonjohn Rahman.
Song : Koster Kotha
Singer : Sajal
Lyrics : Goonjohn Rahman
Music : Shahed
Director : Ehtesham Johnny
Label : Cd Choice
Koster Kotha Song Lyrics In Bengali :
কষ্টের কথা বলবো কাকে
কষ্ট কেন বাড়ে,
যখন তোমার মনের মাঝে
দুঃখ কড়া নাড়ে।
কোন খেয়ালে গেলে চলে
স্বপ্ন গুলো গেছো ফেলে,
দুঃস্বপ্নেরি আগুন জ্বেলে
পোড়াও বারে বারে ..
তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার …
দুঃখ পেতেই হয়েছিলাম
তোমার মুখোমুখি,
তোমার জন্যে জনারণ্যে
যাবো জীবন দুঃখী।
আমার কান্না তোমারই গান
না গোপন অভিমান,
হয়নি জানা তাই দোটানায়
গাইছি দুখের গান।
তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার …
চোখের ভেতর অশ্রু
মনের ভেতর ভাঙা মন,
বুকের ভেতর স্বপ্ন পোড়ে
হায় কি জ্বালাতন।
কষ্টের কথা বলবো কি আর
কষ্ট কাকে বলে,
তোমায় চেয়ে একটা জীবন
ভাসাই চোখের জলে।
তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার …
কষ্টের কথা বলবো কাকে লিরিক্স – সজল :
Koster kotha bolbo kake
Kosto keno bare
Jokhon tomar moner majhe
Dukkho kora nare
Kon kheyale gele chole
Shopno gulo gecho fele
Dushopneri aagun jwele
Porao bare bare
Tomar harabar pore jenechi barbar
Ki chile amar tumi ki chile amar
Bengali Lyrics,
Sajal