Kono Ek Meye Lyrics (কোনো এক মেয়ে) Nachiketa Chakraborty

0
139


তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

কোনো এক মেয়ে ?

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

কোন এক মেয়ে ?

অফিসের ব্যাস্ততা সারা হলে

ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে,

অফিসের ব্যাস্ততা সারা হলে

ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে,

একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে। 

ও ও ঘরে ফিরে দায়ভার,

ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা,

জীবনকে কেড়ে নেয় কখনো যে ..

কোন এক মেয়ে।

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

এমন এক মেয়ে ?

এরপর, এখনো রয়েছো তুমি মগ্ন

তোমার সুভারচিত দুঃখ বিলাসে,

এখনও চলেছো বিরহের গান গেয়ে ..

কোন এক মেয়ে।

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

কোনো এক মেয়ে ?

দুশ্চিন্তার বলিরেখা 

ঘামে ভেজা কপালেতে আঁকা,

দুশ্চিন্তার বলিরেখা 

ঘামে ভেজা কপালেতে আঁকা,

কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায়

প্রতিবেশি নাগরিক ভ্রুকুটি শানায়।

জীবন সেজেছে আজ রূপসজ্জার সাজে,

চিতাতেই পূর্ণ আরোগ্য।

অফিসের অফিসার বক্র চাহনি তার 

খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য,

আঁধার ভবিষ্যৎ, জীবনের একই গত,

তবুও সে পথ চলে পিছু না পেয়ে ..

কোন এক মেয়ে।

অফিসের ব্যাস্ততা সারা হলে

ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে,

অফিসের ব্যাস্ততা সারা হলে

ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে,

একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে। 

ও ও ঘরে ফিরে দায়ভার,

ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা,

জীবনকে কেড়ে নেয় কখনো যে ..

কোন এক মেয়ে।

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

এমন এক মেয়ে ?

এরপর, এখনো বলবে তুমি ভীষণ একা ?

নীল সোফাসেটে বসে টেলিফোন মুখে,

কথোপকথনে রত সে একঘেয়ে ..

কোন এক মেয়ে।

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

কোনো এক মেয়ে ?

তুমি দেখেছো কি 

অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া 

Read Also:  Rajkumar Lyrics (রাজকুমার) Shakib Khan | Courtney Coffey

এমন এক মেয়ে ?

Kono Ek Meye Lyrics In English :

Tumi dekhecho ki

Agunti manusher bhire hete jaowa

Kono ek meye

Office er bestota sara hole

Klanti jorano paaye poth chole

Ekgheye jibonke kine chole daam diye

Ghore phire daay bhar

Pher ghum pher jaga bestota

Jibonke kere ney kokhono je

Kono ek meye

Tumi dekhecho ki

Agunti manusher bhire hete jawa

Emon ek meye

Erpor ekhono royecho tumi mogno

TOmar subharchito dukkho bilashe

Ekhono cholecho biroher gaan geye

Kono ek meye

Duschintar bolirekha

Ghaame veja kopalete anka

Kokhono firte bari jodi raat hoye jaay

Protibeshi nagorik bhrukuti shanay

Jibon sejeche aaj rupsojjar saaje

Chitatei purno aroggyo

Office er officer bokro chahoni taar

Khete khaowa meyera toh bhoggyo

Andhar bhobhishot jiboner eki got

Tobuo se poth chole pichu na peye

Kono ek meye

Tumi dekhecho ki

Ogunti manusher bhire hete jaowa

Kono ek meye