Kichu Bhalobasha Lyrics (কিছু ভালোবাসা) Rupak Tiary

0
18


Kichu Bhalobasha Lyrics by Rupak Tiary :

Kichu Bhalobasha Lyrics Bengali Song Is Sung by Rupak Tiary from Veja Chokher Golpo Bengali Drama. Starring Fazlur Rahman Babu, Momena Chowdhury, Jonayed Bukhdadi, Shamim Ahmed And Many More. Music Composed by Rupak Tiary. Kichu Bhalobasha Lyrics In Bengali Written by Aviman Paul. Veja Chokher Golpo Bangla Drama Directed by Mabrur Rashid Bannah And Produced by Akbor Haider Munna.

Song : Kichu Bhalobasha
Drama : Veja Chokher Golpo
Singer : Rupak Tiary
Lyricist : Aviman Paul
Tune And Music : Rupak Tiary
Flute : Bipra Bala
Guiter : Suman Bagani

Kichu Bhalobasha Song Video :



Kichu Bhalobasha Song Lyrics In Bengali :

তুমি কাজল কাজল সন্ধ্যে
আমি প্রেমের আতর মাখলাম,
কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে।
কিছু হাসনুহানার বন্ধু
ছিলো জোনাক জোনাক ছন্দে,
আমি চাইছি নিজেকে এখানেই হারাতে।

জানি তুমিও এখনো ভাবছো
নিয়ে হাজার মেঘের নৌকা,
যেন থমকে থাকে সময় এভাবেই।

কিছু ভালোবাসা ঘর বাঁধেনা কোনদিন
বেনামেই সে ভালোবেসে যায়,
ভালোবেসে যায়, ভালোবেসে যায় ..

যদি আর খানিকটা গল্পে
তুমি আমার পাশেই থাকতে,
খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে।
কোনো মিষ্টি বিকেল পেরিয়ে
তুমি চায়ের কাপেই ডাকতে,
আমি দুচোখ ভরে দেখতাম তোমাকে।

এই অল্প কথায় হয়তো
সব গুছিয়ে বলা যায় না,
মন চায়না তোমাকে ছাড়তে কিছুতেই।

কিছু ভালোবাসা ঘর বাঁধেনা কোনদিন
বেনামেই সে ভালোবেসে যায়,
ভালোবেসে যায়, ভালোবেসে যায় ..

কিছু ভালোবাসা লিরিক্স – রূপক তিয়ারি :

Tumi kajol kajol sondhey
Ami premer ator makhlam
Kache jhinuk jhinuk rakhlam tomake
Kichu hasnuhanar bondhu
Chilo jonak jonak chhondey
Ami chaichi nijeke ekhanei harate

Jani tumio ekhono vabcho
Niye hajar megher nouka
Jeno thomke thake somoy evabei
Kichu bhalobasha ghor bandhena konodin
Benamei se bhalobeshe jaay

Jodi aar khanikta golpe
Tumi amar pashei thakte
Khub jotne sajiye rakhtam tomake
Kono misti bikele periye
TUmi chaayer cup ei daakte
Ami duchokh bhore dekhtam tomake

Ei olpo kothay hoyto
Sob guchiye bola jaay na
Mon chaayna tomake charte kichutei

In The Voice Of Rupak Tiary Kichu Bhalobasha Song Information In Bengali Font : ভেজা চোখের গল্প বাংলা নাটকের গান কিছু ভালোবাসা গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন রূপক তিয়ারি। কিছু ভালোবাসা ঘর বাঁধেনা কোনদিন গানের লিরিক্স লিখেছেন অভিমান পাল।