Ki Khobor Lyrics by Somlata And Dev Arijit :
Swastik Sanket Bengali Movie Cast : Nusrat Jahan, Gaurav Chakrabarty, Saswata Chatterjee, Rudranil Ghosh, Shataf Figar And others.
Song : Ki Khobor
Movie : Swastik Sanket
Singer: Dev Arijit & Somlata Acharyya Chowdhury
Music : Savvy
Lyrics : Ritam Sen
Programmed & Arrangement : Kuntal De
Director : Sayantan Ghoshal
DOP : Tuban
Writer : Sougata Basu
Producer : Ashok Kumar Dhanuka & Himanshu Dhanuka
Executive Producer : Hemant Agarwal
Label : Eskay Movies
Ki Khobor Song Lyrics In Bengali :
সব মনে পড়ে,
বেখেয়ালী, হাওয়া দিলে,
খুব, কাছাকাছি, ছিলে তবু,
দূরে ছিলে।
পিছুটানে, কিছুটা কি, ফেরা যায়?
কেন তোমার, নেই কিছু,
মনে রাখার দায়।
কি খবর, বলো কি খবর,
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর,
এভাবে কি থাকা যায় ?
বিকেলেরা মায়াঘেরা
পাখিদের ঘরে ফেরা,
নিয়ে আসে ভুলে যাওয়া দিন।
শুধু ভালোবেসে গেছি
চুপি চুপি ডুবে গেছি,
আমি তুমি অতলে গহীন।
বারো মাসই,
পাশাপাশি হাঁটা যাক,
আজ থেকে ফের চলো
একসাথে থাকা যাক।
কি খবর, বলো কি খবর,
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর,
এভাবে কি থাকা যায় ?
কি খবর, বলো কি খবর,
কতোদিন পর দেখা হলো,
কি খবর বলো কি খবর,
বলা যাক জমা কথাগুলো।।
কি খবর লিরিক্স – দেব অরিজিৎ ও সোমলতা আচার্য্য চৌধুরী :
Sob mone pore
Bekheyali hawa dile
Khub kachakachi chile tobu
Dure chile
Pichutane kichuta ki fera jaay
Keno tomar nei kichu
Mone rakhar daay
Ki khobor bolo ki khobor
Dekhini kotodin tomay
Ki khobor bolo ki khobor
Evabe ki thaka jaay
কি খবর গানটি গেয়েছেন দেব অরিজিৎ ও সোমলতা আচার্য্য চৌধুরী। গানটি স্বস্তিক সংকেত বাংলা সিনেমার গান গানটির সুর দিয়েছেন সেভি এবং কি খবর গানের লিরিক্স লিখেছেন রিতম সেন।
Dev Arijit,
Gaurav Chakraborty,
Nusrat Jahan,
Ritam Sen,
Savvy,
Somlata Acharyya