খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
হায়রে অন্ধ বুঝিস নে,
মাকে তো তোরা পূজিস নে।
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে
মাকে তো তোরা পূজিস নে।।
বছর বছর মাতৃ পূজার
করে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায়
মা ও যে পাষাণময়।
বছর বছর মাতৃ পূজার
করে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায়
মা ও যে পাষাণময়।
মাকে জিনিতে সাধন-সমরে
সাধক তো কেহ যুঝিস নে,
মাকে তো তোরা পূজিস্ নে।
খড়ের প্রতিমা পুজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে
মাকে তো তোরা পূজিস নে।।
মাটির প্রতিমা গলে যায় জলে
বিজয়ায় ভেসে যায়,
আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে
আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে
অতন্দ্র করুণায়।
তোরই আশে-পাশে তাঁর কৃপা হাসে
কেন সেই পথে তাঁরে খুঁজিস্ নে?
মাকে তো তোরা পূজিস্ নে।
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পুজিস নে,
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
হায়রে অন্ধ বুঝিস নে,
মাকে তো তোরা পূজিস নে।
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মা কে তো তোরা পূজিস নে
মা কে তো তোরা পুজিস নে।।
খড়ের প্রতিমা লিরিক্স – দূর্গা পূজা নজরুলগীতি :
Khorer Pratima Pujis re Tora
Maa ke toh Tora pujis ney
Proti maar majhe protima biraje
Hayre ondho bujhish ney
Maake to tora pujis ney
Bochor bochor matri pujar
Kore jash obhinoy
Bhiru sontane heri lojjay
Maa o je pashanmoy
Maa ke jinite sadhon somore
Sadhok to keho jujhish ney
Matir protima gole jaay jol e
Bijoyay bhese jay
Akashe batashe maar sneho jaage
otondro korunay
Tori Ashe pashe tar kripa hashe
Keno sei pothe taare khujish ney
Khorer Protima Pujish re Tora