Keno Je Tomakey Lyrics by Shreya Ghoshal And Soumyadeep Murshidabadi from Bismillah Bengali Movie Song. Music Composed by Indraadip Das Gupta. Keno Je Tomakey Dekhi Song Lyrics Written by Srijato. Starring Riddhi Sen, Subhashree Ganguly, Surangana Bandopadhyay, Kaushik Ganguly, Gaurav Chakraborty, Aparajita Auddy, Bidipta Chakraborty And Others.
Keno Je Tomakey song Details :
Song : Keno Je Tomakey
Film Name : Bismillah
Singer : Shreya Ghoshal and Soumyadeep Murshidabadi
Lyrics : Srijato
Music : Indraadip Das Gupta
Music Programming : Shamik Chakravarty
Mixed and Mastered by : Subhadeep Mitra
Music Assistant : Shom Chatterjee
Flute : Ashwin Srinivasan
Sarod : Pratik Srivastava
Sitar : Abhisek Mallick
Shehnai : Pt. Sanjiv Shankar and Pt. Ashwini Shankar
Indian Rhythm : Satyajit Jamsandekar
Directed by : Indraadip Das Gupta
DOP : Subhankar Bhar
Edit : Sujay Dutta Roy
Produced by : Kaleidoscope
Presented by : Samiran Das
Label : SVF Music
Keno Je Tomakey Lyrics In Bengali :
কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে.. তোমাকে..
কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
আ.. হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে .. তোমাকে ..
ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই ..
তোমাকে.. তোমাকে …
আলবেলা সাজন আয়ো রে
আলবেলা সাজন আয়ো রে
মোরা আত মন সুখ পাও রে
আলবেলা সাজন আয়ো রে।
ললিতা আছে কোথায়
বিশাখা উঠোন সাজায়,
রাধিকাই একাকিনী
কানু বীণে পথ চিনে ফেরা
ফেরা কি যায়।
ওই ঘুমে রাখো রাখো ঘিরে
আদরে কি আছি রে,
বাঁশি তোমাকে ছোঁয়ায়
সুরে সুরে আসো ফিরে,
আসো ফিরে.. আসো ফিরে ..
হুঁ .. ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে,
হুঁ .. ও ও হারাতে হারাতে কিভাবে যে
পেয়ে যাই,
তোমাকে .. হুঁ .. তোমাকে ..
ও.. ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই ..
তোমাকে.. হুঁ.. তোমাকে ..
তোমাকে ..
Keno Je Tomakey Lyrics In English :
Keno je tomake dekhi
Ghumero pashe kothao
Shopneri norom daale
Bolo keno rong fotao
Harate harate
Kivabe jeye peye jai tomake tomake
Ghumer dware dware
Jonakir moto jwale
Sokal ashe adore
Se je kar kotha bole
Acho ei haralei
Jeno sur chara banshi
Tumi sotti naki
Ami dotanay bhasi
Harate harate tobuo je peye jai
Tomake tomake
Lolita ache kothao
Bishakha uthon sajay
Radhikai ekakini
Kanu bine potho chine phera
Phera ki jaay
Oi ghume rakho rakho ghire
Adore ki achi re
Banshi tomake choway
Sure sure asho phire
ঋদ্ধি সেন, শুভশ্রী গাঙ্গুলী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী অভিনীত বিসমিল্লা বাংলা সিনেমার গান কেন যে তোমাকে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও সৌম্যদীপ মুর্শিদাবাদী গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং কেন যে তোমাকে দেখি গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত।
Aparajita Auddy,
Bismillah,
Gaurav Chakraborty,
Indraadip Das Gupta,
Kaushik Ganguly,
Riddhi Sen,
Shreya Ghoshal,
Soumyadeep Murshidabadi,
Srijato,
Subhasree Ganguly,
Surangana Bandyopadhyay