Kemon Badhay Bandhli Lyrics (কেমন বাঁধায় বাঁধলি) Abir Biswas

0
116


কেমন বাঁধায় বাঁধলিরে তুই

আমার সাথে ঘর,

সে ঘর আবার ভেঙে দিয়ে

করলি আমায় পর। 

নিজের হাতে সাজিয়ে ছিলি

আমার শহর,

কেন চলে গেলি দিয়ে

স্মৃতির কবর। 

দিনের শেষে নিভিয়ে আলো

রাত্রি যখন আসে,

কষ্ট ছাড়া এ দুনিয়ায়

কেবা থাকে পাশে। 

মনের কোণে যত্ন করে

রেখেছিলাম তোকে,

তবু কেন একা ফেলে

গেলি নিরুদ্দেশে?

কেমন বাঁধায় বাঁধলিরে তুই

আমার সাথে ঘর,

সে ঘর আবার ভেঙে দিয়ে

করলি আমায় পর। 

নিজের হাতে সাজিয়ে ছিলি

আমার শহর,

কেন চলে গেলি দিয়ে

স্মৃতির কবর।।  

যত্ন করে রেখেছিলি 

বলেছিলি ভালোবাসি,

কষ্ট থাকুক আমার বুকে

তোর মুখেতে থাকুক হাসি,

হা..হা..

যত্ন করে রেখেছিলি 

বলেছিলি ভালোবাসি,

কষ্ট থাকুক আমার বুকে

তোর মুখেতে থাকুক হাসি।

বুকের ভেতর গুমরে মরে

তোর দেওয়া সুখের স্মৃতি

আজও আমার মনটা যে চায়

তোর কাছে তাই ফিরে আসি।

হো.. হাসির কারণ ছিলিরে তুই

আমার এ জীবনে,

বলতে গেলেও আজও শুধু

তোকে পড়ে মনে। 

দু’চোখ দিয়ে জল নেমে যায়

তোরই কথা ভেবে,

তুই ছাড়া কে আপন করে

কাছে টেনে নেবে।

কেমন বাঁধায় বাঁধলিরে তুই

আমার সাথে ঘর,

সে ঘর আবার ভেঙে দিয়ে

করলি আমায় পর। 

নিজের হাতে সাজিয়ে ছিলি

আমার শহর,

কেন চলে গেলি দিয়ে

স্মৃতির কবর। 

দিনের শেষে নিভিয়ে আলো

রাত্রি যখন আসে,

কষ্ট ছাড়া এ দুনিয়ায়

কেবা থাকে পাশে। 

মনের কোণে যত্ন করে

রেখেছিলাম তোকে,

তবু কেন একা ফেলে

গেলি নিরুদ্দেশে?

কেমন বাঁধায় বাঁধলি লিরিক্স – আবির বিশ্বাস :

Kemon badhay badhlre tui

amar sathe ghor

Se ghor abar bhenge diye

korli amay por

Nijer haate sajiye chili amar sohor

Keno chole geli diye smritir kobor

Diner seshe nibhiye aalo 

raatri jokhon ashe

Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra

Kosto chara e duniyay 

ke ba thake pashe

Moner kone jotno kore

rekhechilam toke

Tobu keno eka fele geli niruddeshe