Ke Poralo Mundo Mala Lyrics (কে পরালো মুণ্ডমালা) Shyama Sangeet | Nazrul Geeti

0
113


Ke Poralo Mundo Mala Dipaboli Kali Puja Special Nazrul Geeti Sung by Tina Ghoshal. This Shyama Sangeet Written by Kazi Nazrul Islam.

Ke Poralo Mundo Mala Song Lyrics In Bengali :

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে,

সহস্র দল জীবন কমল 

সহস্র দল জীবন কমল

দোলে রে যার চরণ তলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে।। 

কে বলে মোর মা কে কালো

মায়ের হাসি দিনের আলো,

কে বলে মোর মা কে কালো

মায়ের হাসি দিনের আলো,

মায়ের আমার গায়ের জ্যোতি 

গগন পবন জলে স্থলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে।।

শিবের বুকে চরণ যাহার 

কেশব যারে পায় না ধ্যানে,

শব নিয়ে সে রয় শ্মশানে 

কে জানে কোন অভিমানে।

সৃষ্টিরে মা রয় আবরি

সেই মা নাকি দিগম্বরী,

সৃষ্টিরে মা রয় আবরি

সেই মা নাকি দিগম্বরী,

তারে অসুরে কয় ভয়ঙ্করী 

অসুরে কয় ভয়ঙ্করী,

ভক্ত তায় অভয়া বলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে,

সহস্র দল জীবন কমল 

দোলে রে যার চরণ-তলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা 

আমার শ্যামা মায়ের গলে।। 

কে পরালো মুণ্ডমালা লিরিক্স – শ্যামাসংগীত :

Ke poralo munda mala

Amar shyama maaer gole

Sohosro dol jibon komol

Dole re jar choron tole

Ke bole mor maa ke kalo

Maa er haasi diner aalo

Maaer amar gaa er jyoti

Gogon pobon jole sthole

Shiver buke choron jahar

Keshob jaare paay na dhyan e

Shob niye se roy shoshane

Ke jaane kon obhimane

Sristire maa roy abori

Sei maa naki digombori

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

Taare asure koy bhoyonkori

Bhokto taay obhoya bole