Kata Prathibha Lyrics by Nachiketa Chakraborty :
Kata Prathibha Lyrics Song Is Sung by Nachiketa Chakraborty And Written by Kallol Chakraborty. Music Composed by Sajal Kumar Mukherjee.
Song : Kata Prathibha
Vocal : Nachiketa Chakraborty
Lyrics : Kallol Chakraborty
Music : Sajal Kumar Mukherjee
Music Arrangement : Debasish sarkar
Video Editing : Koushik Chatterjee,
Thumbnail : Tathagata da
Kata Prathibha Song Lyrics In Bengali :
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,
তারাও তো হতে পারে মহীরুহ
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।
কত কুসুম ঝরে যায় অকালে
কত প্রেম কাঁদে নীরবে অন্তরালে,
হো.. কত কুসুম ঝরে যায় অকালে
কত প্রেম কাঁদে নীরবে অন্তরালে,
তাদের অন্তরের গোপন অসহ ব্যথা
তাদের অন্তরের গোপন অসহ ব্যথা
বোঝেনা তো কেউ হায়, কেহ হায় ..
তারাও তো হতে পারে মহীরুহ
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।
বুক ভরা অভিমান আর অভিমান
ভাগ্য কে মিছে দোষ দিয়ে মন কে সান্ত্বনা দান,
বুক ভরা অভিমান আর অভিমান
ভাগ্য কে মিছে দোষ দিয়ে মন কে সান্ত্বনা দান,
কত প্রবাঘিনি আপন পথে বইতে না পারে
কত রঙ্গীন স্বপ্ন ভেঙে যায় হৃদয় অশ্রু ঝরে,
কত প্রবাঘিনি আপন পথে বইতে না পারে
কত রঙ্গীন স্বপ্ন ভেঙে যায় হৃদয় অশ্রু ঝরে,
কত জীবন অমানিশীতে
কত জীবন অমানিশীতেই
থাকে চিরকাল চিরকাল।
জোছনার পথ চেয়ে দিন গোনে মিছে আশায় আশায়
বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,
তারাও তো হতে পারে মহীরুহ
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।
কত প্রতিভা লিরিক্স – নচিকেতা চক্রবর্তী :
koto protibha chirodin shuptoi theke jaay
Koto protibha prokasher sujg toh na paay
Tarao toh hote pare mohiruho
Ektu alokdharay bristir choway
Koto kusum jhore jay okale
Koto prem kande nirobe ontorale
Tader ontorer gopon osoho betha
Bojhena toh keu haay keho haay
Buk bhor aobhiman haay obhiman
Bhaggo ke miche dosh diye mon ke santona daan
Koto probaghini apon pothe boite na pare
Koto rongeen shopno venge jay
hridoy oshru jhore
Koto jibon omanishite
Thake chirokal