Kanna Lyrics from Kishmish :
Kanna Song Is Sung by Papon From Kishmish Bengali Movie. Music Arranged by Soumyadeep Subhadeep. Ami Toke Tor Moton Kore Chinte Parini, Kanna Lyrics Written by Nilayan Chatterjee.
Song : Kanna
Film Name : Kishmish
Singer : Papon
Music & Lyrics : Nilayan Chatterjee
Music Arrangement : Soumyadeep Subhadeep
Director : Rahool Mukherjee
DOP : Modhura Palit
Produced By : Dev Entertainment Ventures Pvt. Ltd
Kanna Song Lyrics In Bengali :
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বোঝা গুলো আজ ভালো লাগে যেন
ফাঁকা আকাশে তারা ঝলোমলো,
থামনা ওরে, কান্না ওরে কান্না
বুঝিনি নাকি পারিনি বোঝাতে
পেয়েছি তোকে নিজেকে খোঁজাতে,
ঘুম নেই, আজ ঘুম নেই, আজ ঘুম নেই
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বায়না করি যত
বেড়েই চলে ক্ষত,
ঘুমহীন দু’চোখে
স্বপ্ন অবিরত।
দূরে চলে যদি যাস
জানাস না বিদায়,
তোকে হারানোর ভয়
জানান দেয় শিরায়,
ও তুই জানাস না বিদায়।
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বোঝা গুলো আজ ভালো লাগে যেন
ফাঁকা আকাশে তারা ঝলোমলো,
থামনা ওরে, কান্না ওরে কান্না
বুঝিনি নাকি পারিনি বোঝাতে
পেয়েছি তোকে নিজেকে খোঁজাতে,
ঘুম নেই, আজ ঘুম নেই, আজ ঘুম নেই
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি,
আমি তোকে ..
কান্না লিরিক্স – পাপন – কিশমিশ :
Ami Toke
Tor Moton Kore Chinte Parini
Toke Niye
Shopno Beshamal Ankte Parini
Bojha Gulo Aaj Bhalo Lage Jeno
Phanka Akashe Tara Jholomolo
Thaam na Ore Kanna Ore Kanna
Bujhini Naki Parini Bojhate
Peyechi Toke Nijeke Khojate
Ghum Nei Aaj Ghum Nei Aaj Ghum Nei
Baayna Kori Joto
Berei Chole Khoto
Ghumheen Du Chokhe
Swapno Obiroto
Dure Chole Jodi Jaash
Janash Na Bidaay
Toke Haranor Bhoy
Janan Dey Shiray
দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত কিশমিশ বাংলা সিনেমার গান “কান্না” গানটি গেয়েছেন পাপন। গানটির সুর দিয়েছেন এবং আমি তোকে তোর মতন করে চিনতে পারিনি গানের লিরিক্স লিখেছেন নীলায়ন চ্যাটার্জী।
Dev,
Papon,
Rukmini Maitra