আমার কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
আমার কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
মনের বনে আগ লাইগাছে
জ্বলে ধিকিধিকি আগুন জ্বলে ধিকিধিকি,
কান্নার জলে বুক ভাইসা যায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়।
মন বুঝিনি অবোধ আমি
করেছে যে ভুল
পাষাণেরে ভালোবেসে দিতেছি মাশুল।
মন বুঝিনি অবোধ আমি
করেছি যে ভুল,
পাষাণেরে ভালোবেসে
দিতেছি মাশুল,
এখন ফাগুন মাসে ফুল ঝইরা যায়
অন্তর পোড়ে খরায় খরায় ..
এখন ফাগুন মাসে ফুল ঝইরা যায়
অন্তর পোড়ে খরায় খরায়,
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়,
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়।
মনের বনে আগ লাইগাছে
জ্বলে ধিকিধিকি,
হুহু করে বুকের ভিতর
কেমন কইরা থাকি।
অল্প বয়সে প্রেম কইরাছি
মনে বড় জ্বালা,
আমি রাধা অভাগিনী
কোথায় পাবো কালা?
অল্প বয়সে প্রেম কইরাছি
মনে বড় জ্বালা,
আমি রাধা অভাগিনী
কোথায় পাবো কালা?
এখন বিচ্ছেদবনে ঝড় উইঠাছে
শুকনা মেঘে চাঁদ ঢাইকাছে..
এখন বিচ্ছেদবনে ঝড় উইঠাছে
শুকনা মেঘে চাঁদ ঢাইকাছে..
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়,
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়।
কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
মনের বনে আগ লাইগাছে,
জ্বলে ধিকিধিকি আগুন জ্বলে ধিকিধিকি,
কান্নার জলে বুক ভাইসা যায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায় ….
কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে লিরিক্স – সুলতানা ইয়াসমিন লায়লা :
Amar kacha banshe ghun dhoirache
Moner bone aag lagaiche
Jwole dhikidhiki aagun jwole dhikidhiki
Kannar jolw buk vaisa jaay
Aagun na nibhay go amar
Agun na nibhay
Mon bujhini obodh ami korechi je bhul
Pashanere valobeshe ditechi mashul
Ekhon fagun mase ful jhoira jaay
Ontor porey khoray khoray