Kalo Ange Aalor Jyoti Lyrics (কালো অঙ্গে আলোর জ্যোতি) Shyama Sangeet

0
15


Kalo Ange Aalor Jyoti Shyama Sangeet Sung by Anuradha Paudwal from De Maa Shyama Amay Dekha Bengali Album.

Kalo Ange Aalor Jyoti Song Lyrics In Bengali :

কালো অঙ্গে আলোর জ্যোতি

কালো অঙ্গে আলোর জ্যোতি

এমন রুপ আর কোথায় পাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই। 

মা.. মা গো। 

কালো অঙ্গে আলোর জ্যোতি

কালো অঙ্গে আলোর জ্যোতি

এমন রুপ আর কোথায় পাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই।।

মুণ্ডমালা ঝুলছে গলে

বজ্রহাতে করাল অসি,

দিগম্বরী মহামায়া

ভয়ংকরী এলোকেশী।

রুদ্র রুপে মাঝে আবার

রুদ্র রুপে মাঝে আবার

আলোর নাচন দেখতে পাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখালো ছাই,

কালো অঙ্গে আলোর জ্যোতি

এমন রুপ আর কোথায় পাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই।।

জ্ঞানাঞ্জনে দেখনা তোরা

মঙ্গলদ্বীপ মায়ের হাতে,

শান্তি সুধা ঝরছে ধরায়

মায়ের স্নেহের ইশারাতে। 

ভয়-অভয় উভয় রুপে

ভয়-অভয় উভয় রুপে

দেখবি মাকে আয় সবাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই। 

কালো অঙ্গে আলোর জ্যোতি

কালো অঙ্গে আলোর জ্যোতি

এমন রুপ আর কোথায় পাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই,

রুপের বাহার দেখে বাবা

আপন অঙ্গে মাখল ছাই।

কালো অঙ্গে আলোর জ্যোতি লিরিক্স – শ্যামাসংগীত :

Kalo ongge aalor jyoti

Emon roop aar kothay pai

Ruper bahar dekhe baba

Apon ongge makhlo chai

Mundomala jhulche goley

Bojro haate koral oshi

Digombori mohamaya

Bhoyonkori elokeshi

Rudro rupe majhe abar

Aalor nachon dekhte pai

Kalo Anghe Alor Jyoti

Emon rup aar kothay pai

Kalo angge aalor jyoti



Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty