Kacha Badam Song Lyrics (কাঁচা বাদাম) Bhuban Badyakar

0
192


Kacha Badam Song Lyrics by Bhuban Badyakar :

Kacha Badam Song Is Sung by And Lyrics Written by Bhuban Badyakar. Kacha Badam Social Media Viral Song Remix by And Animated Music Video Making by Zoobaer Music.

Song : Kacha Badam

Vocal & Lyrics : Bhuban Badyakar

Music & Visual : Zoobaer Music

Kacha Badam Song Lyrics In Bengali :

এই,

বাদাম আছে ভালো মাথার ছিড়া চুল

সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে 

মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।

 

মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম 

পায়ে তোড়া হাতের বালা থাকে যদি 

সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন

তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।

 

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,

আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

 

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,

আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

কাঁচা বাদাম গানের লিরিক্স :

Badam Badam dada kancha badam

Amar kache naiko bubu vaja badam

Amar kache paben shudhu kacha badam

Badam ashe valo mathar chira chul

City gold er churi mala diye

Mobail er body vanga diye badam

Mobail er body gulo 5 taka dam 

Paayer tura haater bala thake jodi 

City gold er chain diya jaben

Taate soman soman tomra badam paben

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কাঁচা বাদাম নামের একটি গান। গানটি যিনি গেয়েছেন তিনি হলেন বীরভূম জেলার একজন ফেরিওয়ালা, নাম ভুবন বাদ্যকর। গানটিতে মূলত বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে কাঁচা বাদাম লেনদেনের কথা বলা হয়েছে। 

Bengali Lyrics