গিরিধারী মহেশ্বরে ডুব দিয়ে যারে
সব সুখ তাঁর চরণে যা সঁপে দেরে।
হো.. গিরিধারী মহেশ্বরে ডুব দিয়ে যারে
সব সুখ তাঁর চরণে যা সঁপে দেরে,
বাবা তোর প্রসাদের মহিমা এমন
ভবের নেশা কাটিয়ে নাচতে লাগে মন।
পাপী তাপী উদ্ধারিলো
তোর কাছে সুখ কুড়োলো,
পাপী তাপী উদ্ধারিলো
তোর কাছে সুখ কুড়োলো
বাবা ছাড়া এত ভালো আর কে বাসে?
তোর যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন,
তোর যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন,
জয় বাবা ভোলেনাথ বলে যারে মন
জয় বাবা ভোলেনাথ বলে যারে মন ..
আমি বাবা সর্বহারা তোর কাছে এলাম
সুর ছাড়া আর কিছু নেই
তাই তোকে দিলাম,
হো.. আমি বাবা সর্বহারা তোর কাছে এলাম
সুর ছাড়া আর কিছু নেই
তাই তোকে দিলাম,
যতো সব কষ্ট ছিল তোর চরণে আজ
চোখের জলে তাকে বিদায় দিলাম।
আবার ঘুরে দাঁড়াবো
তোর নামে সঁপে দেবো,
আবার ঘুরে দাঁড়াবো
তোর নামে সঁপে দেবো
যত সুখ বাকি আছে জীবনে আমার।
জানি যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ গেয়ে যারে মন,
জানি যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ গেয়ে যা রে মন,
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন ..
Om Namah Shivay
Jata Tavee Gala Jala Pravaha Pavithas Thale
Galae Valambya Lambitaam Bhujanga Tunga Malikaam
Damad Damad Damad Daman Ninaa Davad Damar Vayam
Chakara Chanda Tandavam Tanotu Naha Shivaha Shivam.
জয় বাবা ভোলেনাথ লিরিক্স – কেশব দে :
Giridhari mohesware doob diye jaa re
Sob sukh taar chorone ja sope de re
Baba tor prosader mohima emon
Bhober nesha katiye nachte laage mon
Paapi taapi udharilo
Tor kache sukh kurolo
Baba chara eto bhalo aar ke base
Tor ja sadh ache taa hobe re puron
Joy baba bholenath bole ja re mon
Ami baba sorbohara tor kache elam
Sur chara aar kichu nei
Tai toke dilam
Joto sob kosto chilo tor chorone aaj
Chokher jole taake biday dilam
হিন্দু দেবতা শিবের গাজন উৎসব চড়ক পূজার গান জয় বাবা ভোলেনাথ গানটি গেয়েছেন কেশব দে। গানটির সুর দিয়েছেন অনিন্দ্য ও বাবার ভক্তদের জন্য গানটি লিখেছেন রজত ঘোষ।