Jonaki Lyrics (জোনাকী) Rupankar Bagchi | Annwesha | Iskabon

0
158



Jonaki Lyrics by And Annwesha :

Jonaki Song Is Sung by Rupankar Bagchi And Annwesha from Iskabon Bengali Movie. Starring: Saurav Das, Saanju, Anamika Chakraborty, Kharaj Mukherjee and Others. Music Composed by And Song Lyrics In Bengali Written by Anindya Mukhopadhyay.

Song : Jonaki 

Movie: Iskabon

Singers: Rupankar Bagchi And Annwesha

Music & Lyricist : Anindya Mukhopadhyay

Arrangement & Programming : Subrata Bose

Recordist & Mix Master : Prasad Karua

Director : Mandip Saha

DOP : Iswar Barik

Story : Radhamadhab Mondal

Editor : Pronoy Dasgupta

Produced by : SMD Entertainment

Presenter : Sk Abdul Lalan

Label : Asha Audio

Jonaki Song Lyrics In Bengali :

জোনাকিরা বন্ধু হয়ে 

রাত্রিবেলায় জ্বাললো বাতি,

আমিও বন্ধুতা চাই 

তাই মনে তাই দুহাত পাতি। 

তুমি কি বাস্তবে আর 

এই আমিটার বন্ধু হবে ?

নিশ্চুপ থাকবে নাকি 

এ কথার জবাব দেবে। 

জবাবে কি বলবো আর। 

সবে তো সন্ধ্যে হলো 

নামবে আঁধার গহীন বনে,

রাখা থাকে নির্জনতায় 

মনের কথা সংগোপনে। 

রাতে রাত বাড়লে না হয় 

চোখের তারায় হারিয়ে যাবো,

জোনাকির পশলা আলোয় 

আমরা দুজন ঘর সাজাবো। 

ঘরের আর হদিস কোথায়। 

ঘরের আর হদিস কোথায়

নির্জনতায় নিভলে বাতি,

আমি তাই বন্ধুতা চাই 

তাই মনে আজ দুহাত পাতি।

পাতা থাক স্বপ্ন চাটাই

ইচ্ছে সাজাই সংগোপনে,

রাখা থাকে নির্জনতায় 

মুখের কথা মনের কোনে। 

নিরুপায় হচ্ছ কেনো ?

নিরুপায় হচ্ছি কেনো

তুমি জানো আমিও জানি,

আমারও ইচ্ছে করে 

তোমার বুকে রাতিধ্বনি। 

সারারাত জ্বলবে বাতি 

অশান্ত এই হৃদকমলে,

বলোনা খুব কি ক্ষতি 

প্রেম যমুনায় জোয়ার এলে?

তবে আর প্রশ্নবাণে 

বিদ্ধ কেন করছো শোনা?

এসো আজ পাল্টিয়ে নি 

এই সমাজের ভুল ধারণা। 

পথের আর দোষ কি বলো 

খুব সহসায় হোঁচট খেলে,

সেই তো আবার হবো 

একলা শরিক চোখের জলে। 

জোনাকী লিরিক্স – রূপঙ্কর বাগচী ও অন্বেষা :

Jonakira bondhu hoye

Raatri belay jwallo baati

Amio bondhuta chai

Tai mone tai duhaat pati

Tumi ki bastobe aar

Ei amitar bondhu hobe

Nishchup thakbe naki

E kothar jobab debe

,
Rupankar Bagchi