Jogot Maatilo Lyrics (জগৎ মাতিলো) Iman Chakraborty

0
4


Jogot Maatilo Lyrics bengali durga puja song is sung by Iman Chakraborty featuring Devlina Kumar. Music composed by Akash Chakrabarty and Nilanjan Ghosh. Backing vocalist are Ashmi Nandi and Ankita Chakraborty. Sound mixing and mastering by Nilanjan Ghosh. Ke Bote Tui Bitilo Eli Jei Jogot Maatilo Lyrics in bengali written by Akash Chakrabarty. Audio production and programming by Nilanjan Ghosh and Tushar Banerjee.

Jogot Maatilo Song Information :

Song Name : Jogot Maatilo
Singer : Iman Chakraborty
Lyricist : Akash Chakrabarty
Composition : Nilanjan Ghosh and Akash Chakrabarty
Direction and concept : Mukesh Roy Max
DOP : Rohan Kumar Paul and Saikat Das
Edit : Rohan Kumar Paul
Music On : T-Series

Jogot Maatilo Lyrics In Bengali :

ধুম তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
ধুম-তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
ধুম তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
কে বটে, কে বটে, কে বটে, কে বটে
কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো,
কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো।

কাশেরও বনে বনে নাচন লাগিল
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিল,
কাশেরও বনে বনে নাচন লাগিল
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিল,
মনেরও দরজায় গোপন যা ছিল
মনেরও দরজায় গোপন যা ছিল,
সে খুশি, আকাশে, মেঘে পা রাখিল
এলি যেই জগৎ মাতিল।
এ কে বটে তুই বিটিল
এলি যেই জগত মাতিল।

মনে মনে সারা বছর ভর
যে খুশির পথ চেয়ে যাই,
কেন তুই আসলে পরে মেয়ে
দেখি তার কুল কিনারা নাই।

যে খুশির ছন্দে বাজে
পরানে একশোটা ঢাক,
যে খুশির রঙ বাহারে
রাত্রি দিনের ভুলছে ফারাক,
যে খুশি ভোরের আলোয়
শিউলির মতন ঝরে,
যে খুশির গন্ধে আজও
স্মৃতির ধুলো উপচে পড়ে।

সে খুশির বন্যা আনার
মন্ত্র তোকে বল কে দিলো?
সে খুশির বন্যা আনার
মন্ত্র তোকে বল কে দিলো?
কে লো তুই, এলি যেই,
সে খুশি আসিল,
এলি যেই জগত মাতিলো।

Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra

কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো,
কাশেরও বনে বনে নাচন লাগিলো
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিলো,
মনেরও দরজায় গোপন যা ছিলো
মনেরও দরজায় গোপন যা ছিল,
সে খুশি, আকাশে, মেঘে পা রাখিল
এলি যেই জগৎ মাতিল।
এ কে বটে তুই বিটিল
এলি যেই জগত মাতিল।

Jogot Maatilo Song Video :



Jogot Maatilo Lyrics In English :

Ke bote tui bitilo
Eli jei jogot matilo
Kashero bone bone nachon lagilo
Shakhe kashore se ki bajon bajilo
Monero dorjay gopon jaa chilo
Se khushi akashe meghe paa rakhilo
Eli jei jogot matilo

Mone mone sara bochor bhor
Je khushir poth cheye jai
Keno tui ashle pore meye
Dekhi taar kul kinara nai

Je khushir chhonde baaje
Porane ekshota dhak
Je khushir rong bahare
Raatri diner bhulche farak
Je khushi bhorer aaloy
Sheulir moton jhore
Je khushir gondhe aajo
Smritir dhulo upche pore

Se khushir bonna anar
Mantra toke bol ke dilo
Ke lo tui eli jei
Se khushi ashilo
Eli jei jogot matilo
Ke bote tui bitilo
Eli jei jogot matilo

জগৎ মাতিলো গানের লিরিক্স লিখেছেন আকাশ চক্রবর্তী এবং এই দূর্গা পূজার গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। কে বটে তুই বিটিলো এলি যেই জগৎ মাতিলো গানটির সুর দিয়েছেন নীলাঞ্জন ঘোষ ও আকাশ চক্রবর্তী।

FAQs for Jogot Maatilo

Who is the singer of Jogot Maatilo?

Jogot Maatilo song is sung by Iman Chakraborty.

Who is the music director of Jogot Maatilo?

The song Jogot Maatilo is composed by Nilanjan Ghosh and Akash Chakrabarty.

Who is the lyricist of Jogot Maatilo?

Akash Chakrabarty has written the song “Jogot Maatilo”.