Jodi Konodin Lyrics (যদি কোনদিন) Mekhla Dasgupta | Naivedya Vol 1

0
100


যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও

যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,

যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়

যদি কোনদিন, চেনা চোখ ইশারায় .. 

আমি তোমাকে ছুঁয়ে দেখি 

তুমিও ভুলেছো আমায়, 

তুমিও খোঁজোনি আমায়। 

যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও

যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,

যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়

যদি কোনদিন, চেনা চোখ ইশারায় .. 

আমি তোমাকে ছুঁয়ে দেখি 

তুমিও ভুলেছো আমায়, 

না না তুমিও খোঁজোনি আমায়।।

চেনা কুয়াশা শুধু এই মন জুড়ে 

চেনা আলোতে কিছু প্রেম যায় দূরে, 

ও.. চেনা কুয়াশা শুধু এই মন জুড়ে 

চেনা আলোতে কিছু প্রেম যায় দূরে, 

রাতের শেষে ঘুমের দেশে 

রূপকথা রং চিনে নেয়। 

 

যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও

যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,

যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়

যদি কোনদিন, চেনা চোখ ইশারায় .. 

আমি তোমাকে ছুঁয়ে দেখি 

তুমিও ভুলেছো আমায়, 

না না তুমিও খোঁজোনি আমায়।। 

কত রাস্তা আমি এসেছি শরীরে 

আমি তোমার মন ছুঁয়ে চলি,

অসময় ধরা দাও যদি 

চিনে নেবো ঠিক চোরাগোলি,

চেনা মুঠোরা অভিমান নেয় খুঁজে 

চেনা আঙ্গুল ছুঁয়ে যায় খুব সহজে,

ও.. চেনা মুঠোরা অভিমান নেয় খুঁজে 

চেনা আঙ্গুল ছুঁয়ে যায় খুব সহজে,

ঘুম ভাঙ্গা ভোরে অচেনা শহরে 

অভিমান উড়ে যায় তারায়। 

যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও

যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,

যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়

যদি কোনদিন, চেনা চোখ ইশারায় .. 

আমি তোমাকে ছুঁয়ে দেখি 

তুমিও ভুলেছো আমায়, 

তুমিও খোঁজোনি আমায়।। 

যদি কোনদিন লিরিক্স – মেখলা দাশগুপ্ত :

Jodi konodin dhora haat chere dao

Jodi konodin Chena poth bhule jao

Jodi konodin chena rod nibhe jaay

Jodi kono din chena chokh isharay

Ami tomake chuye dekhi

Tumio bhulecho amay

Tumio khojoni amay

Chena kuasha shudhu ei mon jure

Chena aalote kichu prem jaay dure

Raater sheshe ghumer deshe

Rupkotha rong chine ney