Jeno Bhalobasha Hoy Lyrics (জেনো ভালোবাসা হয়) Ankita Bhattacharyya

0
118


Jeno Bhalobasha Hoy Lyrics by Ankita Bhattacharyya :

Jeno Bhalobasha Hoy Song Is Sung by Ankita Bhattacharyya Song. Starring: Mukul kumar Jana, Ankita Bhattacharyya And Antara Shet. Likhte Parina Kobita Tomay Niye Lyrics In Bengali Written by Saswati Bhattacharyya.

Song : Jeno Bhalobasha Hoy

Singer : Ankita Bhattacharyya 

Lyrics and Tune : Saswati Bhattacharyya

Music Arrangement : Suvajit Ray

Direction : Gaurav Gupta 

Cinematography : Shibham Paul 

Camera Provider : Krishnendu Roy 

Edit/D.I : Gaurav Gupta 

Publicity Design : Third  Eye Entertainment & Media

Jeno Bhalobasha Hoy Song Lyrics In Bengali :

লিখতে পারিনা কবিতা

তোমায় নিয়ে, নিজের মতো

কী করি উপায়। 

গাইতে পারিনা আমি গান

তোমায় নিয়ে, নিজের মতো

কী করি উপায়। 

তা বলে ভেবোনা কখনো আমি

ভালোবাসিনি তোমায়,

অনেক না বলা কথা কখনো

জেনো ভালোবাসা হয়। 

লিখতে পারিনা কবিতা

তোমায় নিয়ে, নিজের মতো

কী করি উপায়। 

গাইতে পারিনা আমি গান

তোমায় নিয়ে, নিজের মতো

কী করি উপায়।। 

তোমায় নিয়ে দিন রাতে

মন শুধু ভেবে ভেবে যায়,

সামনে এলে তোমায় দেখে

সবকিছু যেন ভুলে যায়। 

তাই বলতে পারিনা ভালোবাসি

তোমায় আমি অনেকখানি,

কী করি উপায়। 

তা বলে ভেবোনা কখনো আমি

ভালোবাসিনি তোমায়,

অনেক না বলা কথা কখনো

জেনো ভালোবাসা হয়। 

আমার এ মন

ঘুড়ি হয়ে হয়ে উড়ে,

দূরে দূরে চলে যায়। 

তোমার কাছে ভোকাট্টা হয়ে

সুতো ছিঁড়ে পড়ে যায়। 

বলতে পারিনা কখনো

উড়ে চলো আমার সাথে

কী করি উপায়। 

তা বলে ভেবোনা কখনো আমি

ভালোবাসিনি তোমায়,

অনেক না বলা কথা কখনো

জেনো ভালোবাসা হয়,

জেনো ভালোবাসা হয় …

জেনো ভালোবাসা হয় লিরিক্স – অঙ্কিতা ভট্টাচার্য :

Likhte parina kobita

Tomay niye nijer moto

Ki kori upay

Gaite parina ami gaan

Tomay niye nijer moto

Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty

Ki kori upay

Ta bole vebona kokhono ami

Bhalobashini tomay

Onek na bola kotha kokhono

Jeno Valobasha Hoy

Ankita Bhattacharyya,
Bengali Lyrics