Je Kawta Din Lyrics (যে কটা দিন) Reprise Version | Anupam Roy | Iman Chakraborty

0
429

Je Kawta Din Lyrics Reprise Version :
Je Kawta Din Reprise Version Song Is Sung by Anupam Roy And Iman Chakraborty from Dwitiyo Purush Bengali Movie. Starring: Parambrata Chattopadhyay, Raima Sen, Anirban Bhattacharya And Others. Je Kota Din Reprise Version Lyrics In Bengali Written by Anupam Roy. Song Mixed And Mastered by Debojit Sengupta. Arranged And Programmed by Shamik Chakravarty.

Song : Je Kawta Din Reprise
Movie : Dwitiyo Purush
Singers : Anupam Roy & Iman Chakraborty
Music & Lyrics : Anupam Roy
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Haldar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Produced By : SVF Entertainment Pvt. Ltd

Je Kawta Din Reprise Version Lyrics In Bengali :
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

চিন্তার অনুপ্রবেশ রেজার ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউই শিরোনামে নেই।

যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

যে কটা দিন লিরিক্স – অনুপম রায়, ইমন চক্রবর্তী :
Je kota din tumi chile pashe
Ketechilo noukar paale chokh rekhe
Amar chokhe thote gale tumi lege chile
Jetuku rod chilo lukono megh
Bunechilam tomar sale valobasha
Amar angul haate kandhe tumi lege chile
Chintar anuprobesh rejar blade er dhare
Bindu bindu meshe sindhu srote bare
Mather prante je lok ekla banshir sure
Sokal bikal dake emni voboghure
Sthaniyo songbade tai keui shironame nei