Jar Pure Se Jane Lyrics যার পোড়ে সে জানে Fazlur Rahman Babu

0
52


হৃদয় ভাঙার কি যে জ্বালা 

যার জ্বালা সে জানে,

চোখের জলে বুক ভাইসা যায় 

স্মৃতি বইয়া টানে। 

ও ও.. লা লা লা 

হৃদয় ভাঙার কি যে জ্বালা 

যার জ্বালা সে জানে,

চোখের জলে বুক ভাইসা যায় 

স্মৃতি বইয়া টানে। 

যার ভাঙে সে জানে গো 

যার পুড়ে সে জানে,

যার ভাঙে সে জানে গো 

যার পুড়ে সে জানে।। 

সাধ করে মন দিয়াছিলাম 

পাষান বন্ধুর সনে,

পুইড়া গেল অভাগার মন 

পিরিতের আগুনে। 

ও.. সাধ করে মন দিয়াছিলাম 

পাষান বন্ধুর সনে,

পুইড়া গেল অভাগার মন 

পিরিতের আগুনে। 

যার পুড়ে সে জানে গো 

যার ভাঙে সে জানে,

যার পুড়ে সে জানে গো 

যার ভাঙে সে জানে।। 

প্রেমের জলে ডুবলো যে জন 

দুঃখেরও সাগরে,

তোরে ছাড়া কেমনে বাঁচি 

পাষান এ সংসারে। 

ও.. প্রেমের জলে ডুবলো যে জন 

দুঃখেরও সাগরে,

তোরে ছাড়া কেমনে বাঁচি 

পাষান এ সংসারে।

যার ডোবে সে জানে গো 

যার ভাঙে সে জানে,

যার ডোবে সে জানে গো 

যার ভাঙে সে জানে। 

হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা 

যার জ্বালা সে জানে,

চোখের জলে বুক ভাইসা যায় 

স্মৃতি বইয়া টানে। 

ও ও.. লা লা লা 

হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা 

যার জ্বালা সে জানে,

চোখের জলে বুক ভাইসা যায় 

স্মৃতি বইয়া টানে। 

যার ভাঙে সে জানে গো 

যার পুড়ে সে জানে,

যার ভাঙে সে জানে গো 

যার পুড়ে সে জানে।

হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা 

যার ভাঙ্গে সে জানে।। 

Jar Pure Se Jane Lyrics In English :

Hridoy vangar ki je jwala

Jar jwala se jaane

Chokher jole buk bhaisa jaay

Smriti boiya taane

Jar vange se jane go

jar pure se jane

Sadh kore mon diyachilam

Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra

Pashan bondhur sone

Puira gelo obhagar mon

Piriter aagune

Jar pure se jane go

Jar bhange se jane

Premer jole dublo je jon

Dukhero sagore

Tore chara kemne banchi

Pashan e songsare

Jar dobey se jane go

Jar vange se jaane

Presenting Bengali Sad Song “Jar Pore Se Jane” Lyrics Penned by Shamrat Sha And Sung by Fazlur Rahman Babu. Video Song Directed by Shamrat Sha. Cinematographer Sheul babu, Edit And Colour SM Tushar, Production World Music, Release Date : 09-11-2022.

যার পোড়ে সে জানে গানটি গেয়েছেন ফজলুর রহমান বাবু। হৃদয় ভাঙার কি যে জ্বালা যার পোড়ে সে জানে গানের লিরিক্স লিখেছেন সম্রাট শাহ।