Jani Okaron Lyrics (জানি অকারণ) Fatafati | Antara | Ishan

0
21


Jani Okaron Song Is Sung by And from Fatafati Bengali Movie. Starring And . Music Composed by Amit Chatterjee. Jani Okaron Lyrics In Bengali Written by .

জানি অকারণ, আজও তুমি প্রয়োজন 

জানি অকারণ, তবু অগোছালো মন,

কাল রাতে ঝরেছে পলাশ। 

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায় 

জানি অকারণ, তবু ভালো লেগে যায়, 

রিবনে বাঁধি সোহাগের মাস। 

জানি অকারণ ..

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক 

ঘিরে তোমাকে,

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় 

সড়কের বাঁকে। 

ওরে মন রে.. ওরে মন রে.. 

রাঙিয়ে যাস আমারে,

ওরে মন রে.. ওরে মন রে.. 

কেন ভোলাস আমারে। 

ছুঁয়ে থাকি আলগোছে, কেন সুখের দাগ মুছে 

তোমারই মাতন মেখে,

সত্যি কোনো গল্প না, পাওয়া তোমায় অল্প না 

কি মায়া বুনেছো দু'চোখে,

বেঁধেছো কিসে আমাকে। 

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায় 

জানি অকারণ, তবু ভালো লেগে যায়, 

রিবনে বাঁধি সোহাগের মাস। 

জানি অকারণ ..

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক 

ঘিরে তোমাকে,

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় 

সড়কের বাঁকে। 

ওরে মন রে.. ওরে মন রে.. 

রাঙিয়ে যাস আমারে,

ওরে মন রে.. ওরে মন রে.. 

কেন ভোলাস আমারে। 

জানি অকারণ লিরিক্স – অন্তরা মিত্র ও ঈশান মিত্র :

Jani okaron aajo tumi proyojon

jani okaron tobu ogochalo mon

Kaal raate jhoreche polash

Jani okaron tumi mishecho haway

Jani okaron tobu valo lege jaay

Ribone bandhi sohager mas

Choto choto sukh jure thake buk

Ghire tomake

Thik kache thaka jaay pashe thaka jaay

Soroker banke

Ore mon re ore mon re

Rangiye jash amare

Ore mon re ore mon re

Keno bholash amare

Chuye thaki aalgoche keno sukher daag muche

TOmari maton mekhe

Sotti kono golpo na paowa tomay olpo na

Ki maya bunecho duchokhe

Bedhecho kise amake

News About Jani Okaron Lyrics Information In Bengali Font : আবির চ্যাটার্জী ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ফাটাফাটি বাংলা সিনেমার গান জানি অকারন গানটি গেয়েছেন অন্তরা মিত্র ও ঈশান মিত্র। গানটির সুর দিয়েছেন অমিত চ্যাটার্জী। জানি অকারণ গানের লিরিক্স লিখেছেন ঋতম সেন।