Hridoya Lyrics (হৃদয়া) Taalpatar Shepai Bengali Song

0
26


Hridoya Lyrics by Taalpatar Shepai :

Hridoya Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. Kotokal Dekhini Tomay Hridoya Lyrics In Bengali Written by Kritee Roy. Song Mixing And Mastering by Sumon Ghosh.

Song : Hridoya

Singer & Composer : Pritam Das

Lyrics : Kritee Roy

Piano & pads : Pritam Das

Cover Art by : Saikat Roy

Label : Taalpatar Shepai

Hridoya Song Lyrics In Bengali :

এখানে বন্দি জানালাতে

ঘনিয়ে আসে চোখে

অবিরত স্মৃতি ! 

আকাশের ডাকঘরে দেখি

সীমান্তে জমেছে

মেঘের ডাকটিকিট। 

তোমায় অনুভবে

সাজিয়ে ভেবে ভেবে

কত শব্দলতা বাড়ে,

সময় ফুল হয়ে অপেক্ষার জলে

ফুটবে ঠোঁটের কিনারে। 

দেখা হোক আলোয় কাটুক এ ছায়া

কতকাল দেখিনি তোমায় হৃদয়া,

চার দেওয়ালে থমকে আছে বাঁচা

ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা। 

তুমিও প্রান্তবাসিনী আজ

বহুদূরে একা

প্রবাসী নীড়ে আজ!

আমায় ভেবে ভেবে ঠিকই 

তুমিও বুনে যাবে

স্মৃতির কোলাজ। 

ব্যথায় নুয়ে পড়া

পৃথিবী ক্লান্ত অসুখে

এখন চারিদিক,

তবুও আশা রাখি

আমরা মুখোমুখি 

জড়িয়ে ধরবোই ঠিক। 

দেখা হোক আলোয় কাটুক এ ছায়া

কতকাল দেখিনি তোমায় হৃদয়া,

চার দেওয়ালে থমকে আছে বাঁচা

ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা। 

হৃদয়া লিরিক্স – তালপাতার সেপাই :

Ekhane bondi janalate

Ghoniye ashe chokhe obiroto smriti

Akasher daakghore dekhi

Simante jomeche megher daak-ticket

Tomay anubhobe sajiye vebe vebe

Koto shobdolota baare

Somoy phool hoye opekkhar jole

Futbe thoter kinare

Dekha hok aaloy katuk e chaya

Kotokal dekhini tomay hridoya

Chaar deyale thomke ache bancha

Dana khujche batas venge khacha

Bengali Lyrics,
Taalpatar Shepai