Hote Pari Lyrics by Rishi Panda :
Hote Pari Song Is Sung by Rishi Panda. Song Lyrics In Bengali Written by Shankhadip Paria And Rishi Panda.
Song : Hote Pari
Singer : Rishi Panda
Lyrics : Shankhadip Paria & Rishi Panda
Music, Mix : Rishi Panda
Videography : Subhasis Mukherjee
Hote Pari Song Lyrics In Bengali :
হতে পারি গান তোমাকে নিয়ে
হতে পারি সুর তোমাকে ছুঁয়ে,
সুরেরই দোটানায়
ভাবনা-রা ছুটি পায় ধোঁয়ায়।
হতে পারি দূর আকাশের নীল
হওয়া যায় তোমার রঙেতে সামিল,
দুরেরই ইশারায়
তোমার হাসি ভেসে যায়, হাওয়ায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন।
লা লা লা লা লা লা ..
সুরেরই খাতায়, তোমাকে এঁকে
দিতে পারি এক, অচেনা রাতে,
আদর ধরা দেয়
সকাল ছুঁয়ে যায়,
আকাশ ধুয়ে দেয় তোমায়।
হতে পারি রং তোমার মনে
হওয়া যায় জীবন তুলির টানে,
সময় থেমে যায়
ক্যানভাস এর আঙিনায়, হারায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন।
লা লা লা লা লা লা ..
হতে পারি লিরিক্স – ঋষি পণ্ডা :
Hote pari gaan tomake niye
Hote pari sur tomake chuye
Sureri Dotanay
Vabnara chuti paay Dhoway
Hote pari dur akasher neel
Howa Jaay tomar rongete samil
Dureri isharay
Tomar hasi bhese jaay haway
Hote pari tai jemon chao temon
Sureri khatay tomake eke
Dite pari Ek Ochena raate
Ador dhora dey Sokal chuye Jaay
Akash Dhuye dey tomay
Bengali Lyrics,
Rishi Panda