Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো) Mahtim Shakib

0
47


Holude Chokh Rakho Lyrics by Mahtim Shakib

https://www.youtube.com/watch?v=Y2epuPtNBMc

Holude Chokh Rakho Lyrics by Mahtim Shakib :

Holude Chokh Rakho Song Is Sung by Mahtim Shakib. This Music Video Directed by Protune Team. Music Composed by Shovon Roy. Ami Tomake Valobashi Lokkho Koti Koti Bar Holude Chokh Rakho Lyrics Written by Prosenjit Ojha.

Holude Chokh Rakho Video Song Cast : Mahtim Shakib And Eshika

Song : Holude Chokh Rakho

Singer : Mahtim Shakib   

Compositions : Shovon Roy

Lyrics : Prosenjit Ojha 

Direction : Protune Team

Cinematographers : Sakhayat Hossain Sakib

Label : Studio ProtuneBD

Holude Chokh Rakho Song Lyrics In Bengali :

তুমি সবুজে সুনীলে হাঁটো 

আর হলুদে দুচোখ রাখো, 

তোমার বুকের ভেতর 

গোলাপের ছোট্ট গ্রাম,

আমি সেই মাটিতে আমার 

নাম লিখে রাখলাম। 

তোমার কথায় মধু মাখা 

তোমার হাসিতে মুগ্ধতা,

তোমার ছোঁয়ায় আমার 

শান্ত শীতল মন,

আমার তোমাকেই শুধু 

তোমাকেই প্রয়োজন।

আমার সবই তোমাকে দিয়ে 

বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

আমি তোমাকে ভালোবাসি

শুধু তোমাকেই ভালোবাসি,

হাজার লক্ষ কোটি কোটি বার 

বলে দিলাম।।

তোমার প্রজাপতির ডানায়

আমার মনেতে রঙ ছড়ায়, 

আমার ভাবনা জুড়ে

ফাগুন ফুলের বন,

তোমার হৃদয়ের কার্নিশে 

ওই এক ফালি চাঁদ নাচে,

আমার জীবন তোমার

নিকানো উঠোন।

আমার সবই তোমাকে দিয়ে 

বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম। 

আমি তোমাকে ভালোবাসি

শুধু তোমাকেই ভালোবাসি,

হাজার লক্ষ কোটি কোটি বার 

বলে দিলাম।।

হলুদে চোখ রাখো লিরিক্স – মাহাতিম শাকিব :

Tumi sabuje sunile hato

Ar holude duchokh rakho

Tomar buker bhitor

Golaper chotto gram

Ami sei matite amar

Naam likhe rakhlam

Tomar kothay madhumakha

Tomar hasite mugdhota

Tomar choway amar

Shanto shitol mon

Amar tomakei shudhu

Tomakei proyojon

Amar shobi tomake diye

Binimoye tomake niye nilam

Ami tomakei bhalobashi

Shudhu tomakei bhalobasi

Hajer lokkho koti koti bar bole dilam

Tomar projapotir danay

Amar monete rong choray

Amar vabna jure

Fagun phuler bon

হলুদে চোখ রাখো গানটি গেয়েছেন মাহাতিম শাকিব। গানটির সুর দিয়েছেন শোভন রায় এবং হলুদে চোখ রাখো গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ ওঝা।

Mahtim Shakib