আমার জন্য দিতেই পারো পছন্দসই নাম
খুঁজতে গিয়ে তোমায়, পেলাম অনেকটা বদনাম
খুঁজতে গিয়ে তোমায় আবার হারিয়ে ফেললাম।
কথার সাথে কথা জুড়ে পাঠিয়েছিলে খাম
চিঠির আদর ভুল ঠিকানায়,
খুঁজছো চুমুর দাম?
দোষী কেবল নেমে আসা ওই কপালের চুল
ঝগড়াঝাটি খুনসুটি আর হাতধরার ভুল,
হাত ধরার ভুল।
সেসব এখন খুব পুরোনো সামলে রাখি রোজ
এক আকাশে সবাই থাকি, তুমি যে নিখোঁজ।
এখন তুমি দূরের মানুষ দূরবীণেতেও নেই
সারাজীবন থাকার কথা, হাতে হাত রেখেই,
ভিড়ের রাস্তায় পুড়ছি আমি, হাতের মুঠোয় ছাই
এই বর্ষায় তোমার ভরসায় গান গেয়ে যাই,
গান গেয়ে যাই।
আমার জন্য রাখতে পারো দু’মুঠো কান্না
বিষণ্ণতার ভুল বানানে, খুঁজছি সান্ত্বনা।
কাটা ঘুড়ি উড়তে জানে, ভুল ঠিকানায়
ভালোবাসার বিষ থেকে যায়, স্মৃতির বাহানায়,
স্মৃতির বাহানায়।
দোষী কেবল নেমে আসা ওই কপালের চুল
ঝগড়াঝাটি খুনসুটি আর হাত ধরার ভুল,
হাতধরার ভুল।
এখন তুমি দূরের মানুষ দূরবীণেতেও নেই
সারাজীবন থাকার কথা, হাতে হাত রেখেই,
ভিড়ের রাস্তায় পুড়ছি আমি, হাতের মুঠোয় ছাই
এই বর্ষায় তোমার ভরসায় গান গেয়ে যাই,
গান গেয়ে যাই।
হাত ধরার ভুল লিরিক্স – শুভ্রজিৎ পন্ডা :
Amar jonno ditei paro pochondosoi naam
Khujte giye tomay pelam onekta bodnam
Khujte giye tomay abar hariye fellam
Doshi kebol neme asa oi kopaler chul
Jhograjhati khunshuti aar haat dhorar vul
Ekhon tumi durer manush dubineteo nei
Sarajibon thakar kotha haate haat rekhei
Bhirer rastay purchi ami haater muthoy chaai
Ei borshay tomar bhorshay gaan geye jai