Shyam Steel Presents Gumshum Se Sohortoli Song Is Sung by Subhamita Banerjee. Music Composed by Indraadip Dasgupta And Song Lyrics In Bengali Written by Ritam Sen.
Gumshum Se Sohortoli Song Lyrics In Bengali :
গুমসুম সে শহরতলি
ডাক দিয়ে যায়,
চেনা পাড়া চেনা গলি
হারিয়ে ফেলেছি কোথায় ?
সে আলো, সে ভালো
সে সন্ধ্যা কালো,
সে সময় সময় বদলায়।
সে যে গান, অভিমান
ব্যথার আজান,
সে বিকেলেরও গল্প শোনায়।
হারিয়ে ফেলেছি কোথায়?
গুমসুম সে শহরতলি
ডাক দিয়ে যায়,
চেনা পাড়া চেনা গলি
হারিয়ে ফেলেছি কোথায়?
বাসস্টপের ভিড়ে
ট্রামলাইনে রোদ্দুরে,
তোমার গন্ধের ঘর।
নোঙরের টানে
মাস্তুলের গানে,
তোমার গলার স্বর।
কে জানে, কে জানে
কি যে তার মানে,
আমারই মনের দোটানায়।
সে হাসি উদাসী
বাঁশি পরবাসী,
এখনো ভোলায় আমায়।
হারিয়ে ফেলেছি কোথায় ?
গুমসুম সে শহরতলি
ডাক দিয়ে যায়,
চেনা পাড়া চেনা গলি
হারিয়ে ফেলেছি কোথায়?
গুমসুম সে শহরতলি লিরিক্স – শুভমিতা ব্যানার্জী :
Gumshum se shohortoli
Daak diye jaay
Chena para chena goli
Hariye felechi kothay
Se aalo se bhalo
Se sondhya kalo
Se somoy somoy bodlay
Se je gaan obhiman
Beythar aajan
Se bikelero golpo shonay
Bus stop er bhire
Tramline er roddure
Tomar gondher ghor
Nogorer taane mastuler gaane
TOmar golar swar
Ke jaane ke jaane
Ki je taar maane
Amari moner dotanay
Se hassi udashi banshi porobashi
Ekhono bholay amay