Giridhari Gopal Lyrics (গিরিধারী গোপাল) Krishna Pal Bhajan

0
13


Giridhari Gopal Lyrics by Krishna Pal Bhajan

Giridhari Gopal Lyrics bengali devotional bhajan song is sung by Krishna Pal. Originally this song is written by Kazi Nazrul Islam. Same song is sung by Sarojini Ghosh, Nayan Mondal and many various artists in their own way. In 1938 first recording of the song was released by HMV record company and this Nazrul Geeti is sung by Sudhira Sengupta and music composed by Kamal Dasgupta. The Notation Of This Song Is Composed by Selina Hossain. The Rhythm Of This Song Is Kaharwa.

Giridhari Gopal Song Details :

Song : Giridhari Gopal
Originally Written by : Kazi Nazrul Islam
Original Composer : Kamal Dasgupta
Singer : Krishna Pal
Notation by : Selina Hossain

“Giridhari Gopal” Video



Giridhari Gopal Lyrics In Bengali :

গিরিধারী গোপাল, ব্রজ গোপ দুলাল
ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল,
গিরিধারী গোপাল।

বিশাখার কাছে তুমি চির নিরুপম
শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ,
বিশাখার কাছে তুমি চির নিরুপম
শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ,
শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল
শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল।
অপরূপ লীলা তব তরুণ তমাল,
গিরিধারী গোপাল, ব্রজ গোপ দুলাল
ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল,
গিরিধারী গোপাল।

যশোদার নয়নে তুমি ননীচোর
নন্দ দুলাল তুমি আনন্দ-কিশোর,
যশোদার নয়নে তুমি ননীচোর
নন্দ দুলাল তুমি আনন্দ-কিশোর,
গীতায় সারথী তুমি জাগো গো রাখাল
গীতায় সারথী তুমি জাগো গো রাখাল,
অপরূপ লীলা তব তরুণ তমাল,
গিরিধারী গোপাল, ব্রজ গোপ দুলাল
অপরূপ লীলা তব তরুণ তমাল,
গিরিধারী গোপাল।

গোপাল .. গোপাল .. গিরিধারী লাল
অপরূপ লীলা তব তরুণ তমাল
অপরূপ লীলা তব তরুণ তমাল,
তরুণ তমাল, তরুণ তমাল।

মূল নজরুলগীতির অংশ :

গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
অপরূপ ঘনশ্যাম নব তরুণ তমাল
বিশাখার পটে আঁকা মধুর নিরুপম
কান্ত ললিতার শ্রীরাধা প্রীতম।
রুক্মিণী-পতি হরি যাদব ভূপাল
যশোদার স্নেহডোরে বাঁধা ননীচোর
নন্দের নয়ন-আনন্দ-কিশোর
শ্রীদাম-সুদাম-সখা গোঠের রাখাল।
কংস-নিসূদন কৃষ্ণ মথুরাপতি
গীতা উদ্‌গাতা পার্থসারথি
পূর্ণ ভগবান বিরাট বিশাল
গিরিধারী গোপাল।

গিরিধারী গোপাল লিরিক্স – বাংলা কৃষ্ণ ভজন গান :

Giridhari gopal brojo gopo dulal
Ogo aparup lila tobo torun tomal
Bishakhar kache tumi chiro nirupom
Sriradhar hridoye premer kripon
Shridam sudam sokha gother rakhal
Aparup lila tobo tarun tomal

Joshodar noyone tumi nonichor
Nanda dulal tumi ananda kishor
Gitay sarothi tumi jago go rakhal
Oparup lila tobo tarun tomal
Giridhari gopal braja gopo dulal

FAQs for Giridhari Gopal

Who is the lyricist of Giridhari Gopal?

Kazi Nazrul Islam has written the song “Giridhari Gopal”.

Who is the music director of Giridhari Gopal?

The song Giridhari Gopal is composed by Kamal Dasgupta in 1938 AD.

Who has written the notation of Giridhari Gopal?

Selina Hossain has written the notation of song “Giridhari Gopal”.

What is the rhythm of song Giridhari Gopal?

The rhythm of this song is Kaharwa.