Home Bangla Music Video Lyrics Ghure Takao Lyrics (ঘুরে তাকাও) Anupam Roy – ShahJahan Regency

Ghure Takao Lyrics (ঘুরে তাকাও) Anupam Roy – ShahJahan Regency

0
Ghure Takao Lyrics (ঘুরে তাকাও) Anupam Roy – ShahJahan Regency

Ghure Takao Lyrics by Anupam Roy :
Song: Ghure Takao (ঘুরে তাকাও)
Movie: Shah Jahan Regency
Vocal, Music And Lyrics: Anupam Roy
Arranged and Programmed by: Kuntal De
Directed by: Srijit Mukherji
Music Label: SVF Music

Ghure Takao Song Lyrics In Bengali from Shah Jahan Regency Bangla Movie. The Song Is Sung by Anupam Roy. Starring : Parambrata, Abir, Anjan Dutt, Mamata Shankar, Swastika Mukherjee, Anirban Bhattacharya, Rittika Sen, Rituparna Sengupta, Kanchan Mullick, Babul Supriyo, Rudranil Ghosh, And others.

Ghure Takao Lyrics :
শুনে দেখো গান আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে
একটু সময় দিতে হায়
বদলে যেতে পারে তোমার কান
তোমার জানলায় উড়ুক নতুন এক নিশান।

হেঁটে দেখো পথ আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে
বৃষ্টি ভেজা অন্ধকার
ছাতিম ফুলের গন্ধে বেসামাল
কেন ফালতু ভেবে হোচ্ছ নাজেহাল।

এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে
ও ও ও.. ঘুরে তাকাও …

থেকে দেখো ঘর আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে
এক বালিশেই স্বপ্ন হোক,
আয়না কোনে থাকুক তোমার টিপ্
আমায় শাসন করুক তোমার চুলের ক্লিপ।

ছুঁয়ে দেখো হাত আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে
এই শরীরে ঢেউ ওঠে
ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়
একটা সুযোগ দিয়ো তাই আমায়।

এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে
ও ও ও.. ঘুরে তাকাও …

See Also: Kichchu Chaini Aami Lyrics – Anirban Bhattacharya

Shune dekho gaan amar hoyto valo lege jete paare
Ektu somoy dite haay
Bodle jete paare tomar kaan
Tomar janlay uruk notun ek nishan
Hete dekho poth amar Hoyto valo lege jete pare
Bristi veja ondhokar
Chatim fuler gondhe beshamal
Keno faltu vebe hoccho najehaal

Esho dining table-e kheli pingpong
Boka mon kharaper likhi theme song
Chade paa choriye, rode pith thekiye,
sobuj korai shuti charai shiter dine
ooo.. ghure takao

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here