Gaani Amar Sadher Jibon Lyrics by Kumar Sanu from Sindurer Adhikar Bengali Movie. Gaani Amar Sadher Jibon Song Lyrics Written by Pulak Bandyopadhyay. Music Composed by Anupam Dutta. Starring Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Mitali Chakraborty, Anuradha Ray And Others.
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ,
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ।
সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা
পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা,
সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা
পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা,
দুহাত বাড়িয়ে দিয়ে আমি
সবাইকে ভেবেছি আপন ..
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ।
করিনি হিসাব কভু কি পেয়েছি আমি
কোনটার দাম নেই, কোনটা যে দামি,
করিনি হিসাব কভু কি পেয়েছি আমি
কোনটার দাম নেই, কোনটা যে দামি,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন ..
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ,
গানই আমার হবে সুখের মরণ।
Gaani Amar Sadher Jibon Lyrics In English :
Gaani Amar Sadher Jibon
Gaani amar hobe sukher moron
Ganee Amar Sadher Jiban
Gani amar hobe sukher moron
Sarati jibon dhore kichu bhalobasha
Prithibir kache shudhu kore gechi asha
Duhaat bariye diye aami
Sobaike vebechi apon
Gani Amar Sadher Jibon
Gani amar hobe sukher moron
Korini hisab kobhu ki peyechi ami
Kontar daam nei konta je daami
Saat ti surer rong diye
Sajiyechi gaaner bhubon
Gani Amar Sadher Jiban
Gani amar hobe sukher moron
প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিঁদুরের অধিকার বাংলা সিনেমার গান গানই আমার সাধের জীবন গানটি গেয়েছেন কুমার সানু। গানটির সুর দিয়েছেন অনুপম দত্ত। গানই আমার সাধের জীবন গানের লিরিক্স লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।