প্রেমের জ্বালা বড় জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
প্রেমের জ্বালা বড়ই জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে।
[V-1]
ভালোবাসা কারে কয় আগে তো বুঝি নাই
ধোঁকা ছাড়া আছে কি কন এই দুনিয়ায়,
মোজ মস্তির খেলায় চলে প্রতিদিনের রুটিন
খাইটা খাওয়া মানুষটা করে জীবনের লগে শুটিং।
দয়াল পাঠাইছো ধরাই তোমার নামের ধ্বনি জপতে
এদিকে শান্ত লইয়া ব্যবসা করে দিন দুনিয়ার স্বার্থে,
মানুষ লোভ লালসার সাগরে পইরা
হারাইয়া ফেলছে জ্ঞান,
অহন মাথার ভিতরে ঘোরে খালি মানুষ হত্যার প্ল্যান।
[Chorus]
প্রেমের জ্বালা বড় জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
প্রেমের জ্বালা বড়ই জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে।
[V-2]
আগুন জ্বালাস না মনে বুকে চিৎকার কে শুনে
আরে ভালো তো সবাই বাসে পায় আর কয়জনে,
মনে দুঃখ রাখবি পুইষা তোরে নেশায় খাইবো চুুইষা
নিকোটিনের ধোঁয়ায় ধোঁয়ায় দেহ যাইবে দুইষা।
আরে বহুৎ দেখছি লাইলি মজনু
বাংলার মাটিতে খাড়া,
অহন খবর লইয়া দেখ তো বাজান
কই আছে তারা?
হুদাই দুই চার দিন পিরিত কইরা
যাইবো তোরে ভুইলা,
পরে মনের দুঃখে বনে গিয়া
গাছে যায়বি ঝুইলা।
[Chorus]
প্রেমের জ্বালা বড় জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
প্রেমের জ্বালা বড়ই জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে।
[V-3]
মাঝে মাঝে ভাবি ভবে
কোন দুনিয়াত আইছি?
কাউরে ভালোবাসা দিয়া নাকি
ভুল কামডা করছি,
ইস আত্মাটা যাইবো
উপরে গিয়া সত্যি কইবো,
যতদিন আছস দুগ্গা ঈমান লইয়া
মরিস নইলে গাড়বো,
দয়াল কত রকম মানুষ দিলা
একটা হইলো না জুতের,
অর্গ্য চরিত্র এতো পবিত্র
যে অ্যাসিড লাগবো ধুইতে।
মনে রং লাগছে পিরিতে
কিরে আইসোস এনে কি দিতে?
হনো ইজ্জত বেইচ্যা খাবি
দুই-চার দেহ দিবি কি ফ্রিতে, আ হা।
[Chorus]
প্রেমের জ্বালা বড় জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
প্রেমের জ্বালা বড়ই জ্বালা
মুর্শিদ ছাড়া কে বোঝে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে,
যে বোঝে সেই খোঁজে
মুর্শিদের ভালোবাসারে।
[V-4]
দয়ালের লীলা বোঝা দায়
শান্তি সবাই থাকতে চায়,
কিন্তু ভাগ্যের কাছে ব্যর্থ হইয়া মানুষ বড়ই অসহায়
দুই দিনের দুনিয়ায় তুমি ক্যান পাঠাইলা থাকতে?
আর ক্যানবা তারে দিলা যারে
পারবোনা ধইরা রাখতে।
ভাগ্যের কাছে জোর খাটে না
মন কি তা আর বুঝতে চায়,
বারে বারে পাগল মন ভুল রাস্তায় পা বাড়ায়।
প্রিয় জিনিস টিকে না থাকেনা
জাইনা হুইনা বাড়াইছি,
যতবারই বাড়াইছি আমি ততবারই হারাইছি।
ফাউল আমি বাউল গানে
তাইতো লোকে পাগল জানে,
ফাউল আমি বাউল গানে
তাইতো লোকে পাগল জানে।
যে জানে সেই মানে মুর্শিদের ভালোবাসারে
যে জানে সেই মানে মুর্শিদের ভালোবাসারে।
হাইরে কে বুঝে কার জ্বালা
করতে পারলে সবাই ভালা,
কে বুঝে কার জ্বালা
করতে পারলে সবাই ভালা,
মুর্শিদ ছাড়া কে বোঝে?
যে বুঝে সেই খুঁজে
মুর্শিদের ভালোবাসারে,
যে বুঝে সেই খুঁজে
মুর্শিদের ভালোবাসারে।
ফাউল বাউল লিরিক্স – হাই বোল্ড ব্যান্ড :
Premer jwala boro jwala
Murshid chara ke bojhe
Je bojhe sei khoje
Murshider valobashare
Valobasha kaare koy agey toh bujhi nai
Dhoka chara ache ki kon ei duniyay
Moj mastir khelay chole protidiner rutin
Khaita khawa manushta kore jiboner loge shooting
Doyal pathaicho dhorai tomar naamer dhwani jopte
Edike shanto loiya bebsa kore din duniyar swarthe
Manush lobh lalosar sagore poira
Haraiya felche gyan
Ohon mathar bhitor ghore khali manush hottar plan
Faul ami baul gaane
Taito loke pagol jaane
Je jaane sei maane murshider bhalobashare