ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।
(লিখলাম বন্ধু তোরই নাম
আমি লিখলাম বন্ধু তোরই নাম)
ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।
নকশীকাঁথার ভাঁজে ভাঁজে
কত স্বপ্ন যাই এঁকে,
শীতের কালে তোরে ভেবে
জড়াই তারে এই বুকে।
(জড়াই তারে এই বুকে
আমি জড়াই তারে এই বুকে)
নকশীকাঁথার ভাঁজে ভাঁজে
কত স্বপ্ন যাই এঁকে,
শীতের কালে তোরে ভেবে
জড়াই তারে এই বুকে।
মন ভিজানো কালি দিয়া, হো..
মন ভিজানো কালি দিয়া
প্রেমের ভাষায় মারবো বাণ, হায়রে
প্রেমের ভাষায় মারবো বাণ,
বন্ধুরে তুই আমায় ভুইলা
করিস না তো অভিমান,
বন্ধুরে তুই আমায় ভুইলা
করিস না তো অভিমান।
ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।
বর্ষাকালে দিঘির জলে
ওঠে যদি ঝড়-তুফান,
কমল হইয়া ঢেউয়ের তালে
ডাকবো সেথায় খুশির বান।
(ডাকবো সেথায় খুশির বান
আমি ডাকবো সেথা খুশির বান)
ওরে, বর্ষাকালে দিঘির জলে
ওঠে যদি ঝড়-তুফান,
কমল হইয়া ঢেউয়ের তালে
ডাকবো সেথায় খুশির বান।
তুই যে আমার মনে মাঝি হো..
তুই যে আমার মনে মাঝি
লিইখাছি যে তোরই নাম
হায়রে লিইখাছি যে তোরই নাম,
তোর লাগিয়া মরতে পারি
যায় যদি যাক কুলমান,
তোর লাগিয়া মরতে পারি
যায় যদি যাক কুলমান।
ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।
ফাগুন আইলো ফুলবাগানে লিরিক্স – বিন্দু কণা :
Phagun ailo phul bagane
Mone jeno lago taan
Kolijate daag katiya
Likhlam bondhu tori naam
Phagun ailo ful bagane
Mone jeno lago tan
Nokshikathar vaje vaje
Koto shopni jai enke
MOn vijano kali diya
Premer bhashay marbo baan
Bondhure tui amar bhuilya
Koris na toh obhimaan
Shiter kaale tore vebe
Jorai taare ei buke