Eta Valobasa Noy Beshi Kichu Lyrics by Imran Mahmudul from Psycho Bengali Movie. Music Composed by Imran. Eta Valobasa Noy Beshi Kichu Song Lyrics Written by Robiul Islam Jibon. Starring Ziaul Roshan, Pujja Cherry And Others.
Eta Valobasa Noy Beshi Kichu Song Details :
Song Name : Eta Valobasa Noy Beshi Kichu
Film Name : Psycho
Vocal, Tune And Music : Imran Mahmudul
Lyrics : Robiul Islam Jibon
Music Programming : Imran Mahmudul
Directed By : Anonno Mamun
DOP : Mehedi Rony and M.A Mannnan
Editor: Halim Ahmed Atish And Jamrul Razu
Produced By : Celebrity Production
Label : iTheatre
Eta Valobasa Noy Beshi Kichu Lyrics In Bengali :
আমি.. বাঁচবো না তুই ছাড়া
এটা ভালবাসা নয় বেশি কিছু,
আমি.. থাকবো না তুই ছাড়া
যত স্বপ্ন আমার নেয় তোরই পিছু।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
যখনি দেখি তোকে, মনে হয় স্বপ্নলোকে
খুঁজে পেয়েছি আমার ঠিকানা,
মানিয়ে নে না এবার, জানিয়ে দে না এবার
করিস না আর তুই বাহানা।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
হাজার মুখের ভিড়ে
থাকিস তুই আমায় ঘিরে,
হৃদয়ে শুধু তোরই বাসনা।
এগিয়ে দে না আমায়, এগিয়ে নে না আমায়
একা এই পথে যাবো না।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
Eta Valobasa Noy Beshi Kichu Lyrics In English :
AMi banchbo na tui chara
Eta bhalobasha noy beshi kichu
Ami thakbo na tui chara
Joto shopno amar ney tori pichu
O tori moto eto apon amar keho nai
Tori chokhe cheye amar prithibi dekhte pai
Bolte chai valobashi e kothai bolte chai
Bolte chai bhalobashi e kothai bolte chai
Jokhoni dekhi toke mone hoy shopnoloke
Khuje peyechi amar thikana
Maniye ney na ebar janiye de na ebar
Koris na aar tui bahana
Hajar mukher bhire
Thakis tui amay ghire
Hridoye shudhu tori bashona
Egiye de na amay egiye ney na amay
Eka ei pothe jabo na
জিয়াউল রোশান ও পূজা চেরি অভিনীত সাইকো বাংলা সিনেমার গান এটা ভালবাসা নয় বেশি কিছু গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। এটা ভালবাসা নয় বেশি কিছু গানের লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন।
Imran,
Puja Roy,
Robiul Islam Jibon,
Ziaul Roshan