এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।
কালার বাঁশি শুনে বনে বনে
বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে,
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।
এখনও সে গাভীগুলি, গোচরণে ছড়ায় ধূলি
এখনও সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখার সনে কোলাকুলি,
সখার সনে কোলাকুলি রাখাল রাজে রে..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।
এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়,
আজও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়,
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে ..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।
এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি,
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।
এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা
এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
গাঁথিয়া বনফুল মালা
গাঁথিয়া বনফুল মালা বন মাঝে রে..
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা মায়ের কোলে
ভবা পাগলা মায়ের কোলে, কোন সাধনায় রে ..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
Ekhono Sei Brindabone Lyrics In English :
Ekhono Sei Brindabone Banshi Baje Re
Ekhono Sei Brindabone
Kalar banshi shune bone bone
Mayur nache re
EKhono se brindabone
Ekhono gabhi guli gochore choray dhuli
Sokhar sone kolakuli rakhal raaje re
Ekhono Sei Brindabone Banshi Baje Re
Ekhono sei neel jomunay
Jol anite jaay lolonay
Krishna ashe sei cholonay
Kodom toley re
Ekhono Sei Brindabone Bashi Baje Re
Ekhono sei radharani banshir sure pagolini
Oshto sokhir shiromoni nobosaje re
Ekhono sei brindabone
Ekhono se brojobala banshir sure hoy utola
Gathiya bonoful mala bono majhe re
Hore krishno Hore krishno
Krishno krishno hore hore
Hore ram hore ram
Ram ram hore hore
ASha chilo mone mone
Jabo ami brindabone
Bhoba pagla maayer kole
Kon sadhonay re
Ekhono Sei Brindabane Bashi Baje Re
বাংলা ভক্তিগীতি গান “এখনো সে বৃন্দাবনে” গানটি গেয়েছেন টিনা ঘোষাল। এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে গানের লিরিক্স লিখেছেন ভবা পাগলা।