Eka Kotha Lyrics (একা কথা) Mishu Khan | Shohortoli Band

0
73


Eka Kotha Lyrics by Mishu Khan :

Eka Kotha Song Is Sung by Mishu Khan from Shohortoli Bangla Band. Song Lyrics In Bengali Written by Razib Rahman. Song Mixing And Mastering by Shihab Ashraful.

Song : Eka Kotha

Vocal, Tune & Composition : Mishu Khan

Lyrics : Razib Rahman

Keyboard : Zillur Rahman Shohag

Animation : Minhajul Islam

Recording Studio : Gaaner Bari

Eka Kotha Song Lyrics In Bengali :

আজ রাতের কাছে মিনতি করি 

কাল সূর্যের আলোয় 

যেন ভোর হয় তোমার,

অবিরাম বৃষ্টি তোমার প্রার্থনায় কাঁদছে

তুমি বৃষ্টি ভালোবেসে কি  

বৃষ্টি ছোঁবে না ?

আর একবার চোখ মেলো 

দেখো চাঁদের আলোয় 

তোমার ছায়া ঢেকেছে,

আমি চাঁদ কে জাগিয়ে রেখেছি  

তুমি চাঁদের আলোয় কি 

মুখ ধোবে না ?

আর একবার কথা বলে ওঠো 

শোনো বাতাসের শোঁ শোঁ আর্তনাদ,

তারা শব্দের বাতাসে তোমায় ডাকছে

তুমি বাতাসে চুল ওড়াবে না ?  

ভোরের সাথে আমি বাজি ধরেছি 

তুমি শিশিরে পা মাড়াবে,

আমাকে শেষবারের মতো হারতে দিওনা,

তুমি নিঃশ্বাস নেবে আমার ভালোবাসায়। 

বেঁচে থাকবে দীর্ঘকাল 

আমার অন্তিম কামনায়

আমার অন্তিম কামনায়

আমার অন্তিম কামনায়। 

আর একবার চোখ মেলো 

দেখো চাঁদের আলোয় 

তোমার ছায়া ঢেকেছে,

আমি চাঁদ কে জাগিয়ে রেখেছি  

তুমি চাঁদের আলোয় কি 

মুখ ধোবে না ?

আর একবার কথা বলে ওঠো 

শোনো বাতাসের শোঁ শোঁ আর্তনাদ,

তারা শব্দের বাতাসে তোমায় ডাকছে

তুমি বাতাসে চুল উড়াবে না ? 

একা কথা লিরিক্স – মিশু খান – শহরতলী ব্যান্ড :

Aaj raater kache minoti kori

Kaal surjer aaloy

Jeno bhor hoy tomar

Obiram bristi tomar parthonay kadche

Tumi bristi valobeshe ki

Bristi chobey na

Aar ekbar chokh melo

Dekho chander aaloy

Tomar chaya dhekeche

Ami chand ke jagiye rekhechi

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

Tumi chander aaloy ki mukh dhobe na ?

Aar ekbar kotha bole otho

Shono bataser sho sho artonad

Tara shobder batase tomay dakche

Tumi batase chul orabe na?

Bengali Lyrics,
Shohortoli Band