Eka Bose Thaki Lyrics Bengali Song Is Sung by Shovan Ganguly. Eka Bose Thaki Song Lyrics Written by Pralay. Featuring Swastika Dutta. Mixing and Mastering by Shamik Guha Roy. Music Arranged by Arnab And Shovan. Publicity Design, Promo And Teaser by Tamal Duary.
দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি।
দুঃখ মেখে গায়, এ অবেলায়
এক বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম… হুম… হুম…
দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি,
দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি।
তাইতো তো কতদিন বিকেল কেটে যায়
তোমাকেই ভেবে,
এভাবে ফেলে চলেছো কোথায়
আমাকেও নেবে,
দিন যে ফুরায়, বলো দেখি আর
কিভাবে ডাকি।
দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম… হুম… হুম…
Eka Bose Thaki Song Lyrics In English :
Dukkho mekhe gaay e obelay
Eka bose thaki
Preme preme dubchi neshay
Bolo ele naki
Dine dine shudhu vebe jai
Bola thake baki
Hum… Hum…
Dekhecho ki mon pakhider
Ki bahaduri
Chuley tumi taay joubon paay
E kamini kuri
Taito kotodin bikel kete jaay
TOmakei vebe
Evabe fele cholecho kothay
Amakeo nebe
Din je furay bolo dekhi aar
Kivabe daaki
Dukkho mekhe gaay e obelay
Eka bose thaki
স্বস্তিকা ব্যানার্জী অভিনীত একা বসে থাকি বাংলা গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলী। একা বসে থাকি গানের লিরিক্স লিখেছেন প্রলয়।
Eka Bose Thaki Lyrics Penned by Pralay.
Eka Bose Thaki is sung by Shovan Ganguly.
Eka Bose Thaki is composed by Shovan Ganguly.
Eka Bose Thaki is a bengali song released Jan 14, 2023.