Ei Ki Premer Protidan Lyrics (এই কি প্রেমের প্রতিদান)

0
12


Ei Ki Premer Protidan Lyrics by Sagor Dewan :

Ei Ki Premer Protidan Lyrics Bengali Song Is Sung by Sagor Dewan. Originally This Song is Sung by Shahjahan Munshi And Ei Ki Premer Protidan Lyrics In Bengali Written by Alauddin Boyati. Badhiya Maya Dore Same Bengali Folk Song Is Sung by Gamcha Palash, Kamruzzaman Rabbi, Laila, Dipra, Durjoy And Many Various Artists In Their Own Way.

Song : Ei Ki Premer Protidan
Lyricist : Alauddin Boyati
Vocal : Sagor Dewan
Originally Sung by : Shahjahan Munshi

Ei Ki Premer Protidan Song Video :



Ei Ki Premer Protidan Song Lyrics In Bengali :

আমায় যত দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিবো গাঁথা,
একদিন জানি ব্যাথার হবে অবসান।

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে যেদিন
আলাউদ্দিন এর প্রাণ।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান ?

প্রথম যেদিন হাতে ধরে
বুকে টেনে নিলে মোরে,
বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান।
করে মিথ্যে অভিনয়, পাগল মন করেছ জয়
করে মিথ্যে অভিনয়, কোমল মন করেছ জয়,
কেন সাজিলে পাষাণ।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান ?

রাখিয়া তোমার কথা ছড়িলাম মাতা পিতা
হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান,
কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি
কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি,
গেল জাতি কুল ও মান।

আমায় যত দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিবো গাঁথা,
একদিন জানি ব্যাথার হবে অবসান।
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে যেদিন
আলাউদ্দিন এর প্রাণ।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান ?

 

এই কি প্রেমের প্রতিদান লিরিক্স :

Amay joto dao hey byatha
Hridoye rakhibo gatha
Ekdin jani byathar hobe oboshan
Priyo bondhu bole bhasibe noyon jole
Deho chere chole jabe jedin Alauddin er praan
Bandhiya mayadore kandale emon kore
Ei ki premer protidan
Prothom jedin haate dhore
Buke tene nile more
Bolechile hridoy majhe dibo sthan
Kore mitthey obhinoy pagol mon korecho joy
Kore mitthey obhinoy komol mon korecho joy
Keno sajile pashan
Badhiya mayadore kadale emon kore
Ei ki premer pratidan
Rakhiya tomar kotha charilam mata pita
Hridoye rekhechi tomar premer baan
Kandi dibos raati mor basore nai baati
Gelo jaati kul o man
Badhiya maya dore kandale emon kore
Ei ki premer protidaan

In The Voice Of Sagor Dewan Ei Ki Premer Protidan Song Information In Bengali Font : এই কি প্রেমের প্রতিদান গানটি গেয়েছেন সাগর দেওয়ান। মূলত এই গানটি গেয়েছেন লোকসঙ্গীত শিল্পী শাহজাহান মুন্সি। বাঁধিয়া মায়াডোরে কাঁদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান গানের লিরিক্স লিখেছেন আলাউদ্দিন বয়াতি।