উম হুম হুম হুম হুম হুম..
লা লালা লালা লালালা
লালা লালা লালা।
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই,
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই,
জীবনের কাছে, বলি বারে-বারে
জীবনের কাছে, বলি বারে-বারে,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়
আমি শুধুই তোমার।
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই,
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই।।
ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে ?
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে ?
ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে ?
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে ?
এই গানে, সেই বেদনা
এই গানে, সেই বেদনা
মুছে দিতে চাই।
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই,
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই।।
অভাগা কপাল তবু
এতো কেন আশা,
চাতকের মতো মন চায় ভালবাসা,
অভাগা কপাল তবু
এতো কেন আশা,
চাতকের মতো মন চায় ভালবাসা,
সেই বাসনা, গানের কথায়
সেই বাসনা, গানের কথায়
তোমায় বলে যাই।
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই,
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই,
জীবনের কাছে, বলি বারে-বারে
জীবনের কাছে, বলি বারে-বারে,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়
আমি শুধুই তোমার।।
এই গান মনের খাতাতে লিরিক্স – সাথী :
Ei gaan moner khata te
Likhe diye jai
Ei prem Omor Kore tai
Rekhe jete chai
jiboner kache boli Barebare
Tumi naona bujhe ei Surer bhashay
Ami shudhu tomar
Ei gan moner Khatate
Likhe diye jai
Bhul bujhe kotodin dure sore thakbe
Kobe kache Ese bolo e Jwala jurabe
Ei gaane sei bedona muche dite chai
Obhaga kopal tobu eto Keno asha
Chatoker Moto mon chaay bhalobasha
Sei basona gaaner Kothay
Tomay bole jai