এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই নিরাশার ভেলায়
এই নিরাশার,
এই নিরাশার ভেলায়
মিছে জীবনের ছবি আঁকো ..
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।।
পুড়বে না হয় একটু হাত
থাকবে তারও অজুহাত ..
অজুহাত .. অজুহাত .. অজুহাত …
পুড়বে না হয়,
পুড়বে না হয় একটু হাত
থাকবে তারও অজুহাত,
স্বপ্ন পুড়ে ছাই হতো
তার বদলে পুড়লো হাত।
এই দহনে প্রেম রাখো
এই দহনে প্রেম রাখো
সে প্রেমের আবির মাখো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।।
পুড়ছে কত স্বপ্ন নীড়
দুঃখবোধ সেও অগভীর।
আ.. আ.. পুড়ছে কত স্বপ্ন নীড়
দুঃখবোধ সেও অগভীর,
নীল আকাশের সীমানায়
সাক্ষী সূর্য আজও স্থির,
সেই দহনে গান রাখো
সেই দহনে গান রাখো
সে গানে মরণ আঁকো।
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই নিরাশার ভেলায়
এই নিরাশার,
এই নিরাশার ভেলায়
মিছে জীবনের ছবি আঁকো …
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।।
এই আগুনে হাত রাখো লিরিক্স – নচিকেতা চক্রবর্তী :
Ei aagune haat rakho
Aar fagune mukh dhako
Ei nirashar bhelay
Miche jiboner chobi anko
Purbe na hoy ektu haat
Thakbe taaro ajuhaat
Shopno pure chai hoto
Tar bodole purlo haat
Ei dohone prem rakho
Se premer abir makho
Purche koto shopno neer
Dukkhobodh se o agobhir
Neel akasher simanay
Sakkhi surjo aajo sthir
Sei dohone gaan rakho
Se gaane moron anko