E Path Geche Beke Lyrics (এ পথ গেছে বেঁকে) Taalpatar Shepai

0
309


E Path Geche Beke Lyrics by Taalpatar Shepai :

E Path Geche Beke Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. E Poth Geche Beke Lyrics In Bengali Written by Saswata Ray. Song Mixing And Mastering by Sumon Ghosh.

Song : Taalpatar Shepai

Composer & Vocalist : Pritam Das

Lyricist : Saswata Ray

Arrangement : Taalpatar Shepai

Cinematography : Abhishekh Srivastava & James Suraj Barwa

Direction : Pritam Das

Video Editing : Sumon Ghosh & Pritam Das

E Path Geche Beke Song Lyrics In Bengali :

এ পথ গেছে বেঁকে 

কিছু আমি জেগে কে জানে,

আজ মনে হয় তুলি 

আকাশের চোরাবালি, আনমনে। 

যত স্মৃতি কত কি সাথে নিয়ে 

কত রাত নদী হয়ে যায় বয়ে, কে চায়

এ মনের হিসেব কি ওই মন রাখে ?

শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়। 

কত তোমার কত কথা 

রূপসী রূপকথা বলো তারায়,

আমি থাকি একা সঙ্গে 

তবু তোমার তরঙ্গে ভেসে যাই। 

ফিরে আসি বারেবারে সব ভেঙে 

যত না পাওয়া আজ পাওয়ার রঙে,

এ মন জানে পথ ভোলার মানে, কে চায়।  

এ মনের হিসেব কি ওই মন রাখে ?

শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়। 

আমি জানি তুমি আসবে 

ভালোবাসা ভালোবাসবে, বলো তাই 

পথ খুঁজি, তবু বুঝি 

সেই তুমি শুধু তুমি আশ্রয়।  

শত স্মৃতি ভেজা আলো অঝোরে 

আমি অচেনা আজ আমার ঘরে।

এ মনের হিসেব কি ওই মন রাখে

শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, 

এ মন যে জানে পথ ভোলার মানে

কে জানে তুমি কেন আমার মনে। 

এ পথ গেছে বেঁকে লিরিক্স – তালপাতার সেপাই :

E poth geche beke

Kichu ami jege ke jaane

Aaj mone hoy tuli

Akasher chorabali aanmone

Joto smriti koto ki sathe niye

Koto raat nodi hoye jaay boye ke chaay

E moner hiseb ki oi mon rakhe

Shoto taray taray aajo khuji taake haay

Bengali Lyrics,
Taalpatar Shepai