E Jibone Peyechi Je Aghat Hazar Lyrics (এ জীবনে পেয়েছি যে) Bappi Lahiri

0
152


E Jibone Peyechi Je Aghat Hazar Lyrics by Bappi Lahiri :

E Jibone Peyechi Je Aghat Hazar Song Is Sung by Bappi Lahiri from Mangal Deep Bengali Movie. This Bengali Movie Directed by Haranath Chakraborty. Music Composed by Bappi Lahiri. E Jibone Peyechi Je Aghat Hazar Lyrics Written by Bhabesh Kundu. 

Mangal Deep Bengali Movie Cast : Tapas Paul, Satabdi Roy, Ranjit Mallick, Sandhya Roy, Anup Kumar, Kali Bannerjee, Haradhan Bannerjee, Soumitra Bannerjee, Nimu Bhowmick, Soham Chakraborty And Others.

Song Name : E Jibone Peyechi Je

Movie : Mangal Deep (1989)

Singer : Bappi Lahiri

Lyricist : Bhabesh Kundu

Music : Bappi Lahiri

Director : Haranath Chakraborty

Writer : Anjan Choudhury

Label : Gathani Music And Angel Bengali Songs

E Jibone Peyechi Je Aghat Hazar Song Lyrics In Bengali :

এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার

থামবে না গতি তবু জীবনে চলার। 

এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার

থামবে না গতি তবু জীবনে চলার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার।। 

মানবো না হার আমি, এই মোর পণ

তাতে যদি যায় যাক, যাক না জীবন,

জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার 

তবু কেন এত রং আলোর বাহার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার।

এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার

থামবে না গতি তবু জীবনে চলার।।

লাভ-ক্ষতি লিখি মোরা, হিসাব খাতায়

ক্ষতি যদি বেশি হয়, কিবা এসে যায়। 

লাভ-ক্ষতি লিখি মোরা, হিসাব খাতায়

ক্ষতি যদি বেশি হয়, কিবা এসে যায়,

পাল যদি ছিঁড়ে যায় নদীর মাঝার

দাঁড় টেনে আশা নিয়ে, নদী হবো পার। 

Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার,

এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার

থামবে না গতি তবু জীবনে চলার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার,

রাত্রির শেষে দেখি এখনও আঁধার

আলোর নিশানা আমি খুঁজি বারে বার।। 

এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার লিরিক্স – বাপ্পি লাহিড়ী :

E jibanae peyechi je aghat hajar

Thambe na goti tobu jibone cholar

Raatrir sheshe dekhi ekhono andhar

Aalor nishana ami khuji bare bar

Manbo na haar ami ei mor pon

Taate jodi jaay jaak jaak na jibon

Jibone banchar jwala hazar hazar

Tobu keno eto rong aalor bahar

Labh khoti likhi mora hisab khatay

Khoti jodi beshi hoy kiba ese jaay

Paal jodi chire jaay nodir majhar

Daar tene asha niye nodi hobo paar

তাপস পাল, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক ও সন্ধ্যা রায় অভিনীত মঙ্গলদীপ বাংলা সিনেমার গান এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী। গানটির লিরিক্স লিখেছেন ভবেশ কুন্ডু।

Bappi Lahiri