Dube Achi Lyrics (ডুবে আছি) Minar Rahman | Babli

0
4


Dube Achi Lyrics bengali song is sung by Minar Rahman from Babli bengali movie. Starring Abir Chatterjee and Subhashree Ganguly. Music composed by Indraadip Dasgupta and song written by Subrata Barishwala. Babli bengali film directed by Raj Chakrabarty and written by late Shri Buddhadeb Guha.

Dube Achi Song Details :

Song : Dube Achi
Film : Babli
Singer : Minar Rahman
Lyricist : Subrata Barishwala
Music : Indraadip Dasgupta
Music production : Suvom moitra
Female back up vocals : Srijita Mitra
Mix and master : Subhadeep pan
Director : Raj Chakrabarty
Label : Raj Chakraborty Entertainment

“Dube Achi” Video



Dube Achi Lyrics In Bengali :

ডুবে আছি সেই আদর সেই ভাবনাতে
আমি বেশ,
তোমাকে ঘিরেই আমার দিনের
শুরু থেকে শেষ। (২)

জড়ালে এ কোন মায়াতে আমায়
পড়ে আছে মন তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..

লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।

(Instrumental Break)

ডুবেছি ভেসেছি সে ভালোবাসতে ভারি
এ দুজনে,
এঁকেছি কত না ছবি যে আমি তোমারই
মনে মনে।
ঘুমই তো আসেনা এখন রাত-বিরেতে
আর একেলা,
নিজেকে হারিয়ে চেয়েছি তোমাকে পেতে
সারাবেলা।

মিশেছো তুমি আমারই রোজনামচায় ..

জড়ালে এ কোন, মায়াতে আমায়
পড়ে আছে মন, তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..

লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।

Dube Achi Song Information In Bengali Font : রাজ্ চক্রবর্তী পরিচালিত এবং আবির চ্যাটার্জী ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত বাবলি বাংলা সিনেমার গান “ডুবে আছি” গানটি গেয়েছেন মিনার রহমান। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ডুবে আছি গানের লিরিক্স লিখেছেন সুব্রত বারিষওয়ালা।

ডুবে আছি লিরিক্স – মিনার রহমান :

Dube achi se ador sei vabnate
Ami besh
Tomake ghirei amar diner
Shuru theke shesh

Jorale e kon mayate amay
Pore ache mon tomari paray
Tomar mayay
Laage na e mon amar onno kothao
Jabe na bhule amay dao kotha dao

Dubechi vesechi se bhalobashate bhari
E dujone
Ekechi koto na chobi je ami tomari
Mone mone
Ghumi toh ashe na ekhon raat-birete
Aar ekela
Nijeke hariye cheyechi tomake pete
Sarabela
Mishecho tumi amari rojnamchay

FAQs for Dube Achi

Who is the singer of Dube Achi?

Dube Achi song is sung by Minar Rahman.

Which film is the song Dube Achi from?

Dube Achi is a bengali song from Babli bengali movie.

Who is the music director of Dube Achi?

The song Dube Achi is composed by Indraadip Dasgupta.

Who is the lyricist of Dube Achi?

Subrata barishwala has written the song “Dube Achi”.