ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে,
হৃদি রত্নাকরের অগাধ জলে
রত্নাকরের অগাধ জলে,
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে।
রত্নাকর নয় শুন্য কখন
দু চার ডুবে ধন না পেলে,
রত্নাকর নয় শুন্য কখন
দু চার ডুবে ধন না পেলে,
তুমি দম সামর্থে এক ডুবে যাও
কুলকুন্ডলিনীর কূলে,
তুমি দম সামর্থে এক ডুবে যাও
কুলকুন্ডলিনীর কূলে,
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে।
জ্ঞান সমুদ্রের মাঝে রে মন
শান্তিরুপা মুক্তা ফলে,
জ্ঞান সমুদ্রের মাঝে রে মন
শান্তিরুপা মুক্তা ফলে,
তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে
শিব যুক্তি মতো চাইলে,
তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে
শিব যুক্তি মতো চাইলে,
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে।
কাম আদি ছয় কুম্ভীর আছে
আহার লোভে সদাই চলে,
কাম আদি ছয় কুম্ভীর আছে
আহার লোভে সদাই চলে,
তুমি বিকেক হলদি গায়ে মেখে যাও
ছোঁবে না তার গন্ধ পেলে,
তুমি বিকেক হলদি গায়ে মেখে যাও
ছোঁবে না তার গন্ধ পেলে,
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে।
রতন মানিক কত
পড়ে আছে সেই জলে,
রতন মানিক কত
পড়ে আছে সেই জলে,
রামপ্রসাদ বলে ঝম্প দিলে
মিলবে রতন ফলে ফলে,
রামপ্রসাদ বলে ঝম্প দিলে
মিলবে রতন ফলে ফলে।
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে,
হৃদি রত্নাকরের অগাধ জলে
রত্নাকরের অগাধ জলে,
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে
ডুব দে রে মন কালী বলে।
ডুব দে রে মন কালী বলে লিরিক্স – শ্যামা সঙ্গীত :
Doob De Re Mon Kali Bole
Hridi ratnakorer ogadh jole
Dub de re mon kali bole
Ratnakor noy shunno kokhon
Du chaar dube dhon na pele
Tumi dom samorthe ek dube jao
Kulkundolinir kule
Gyan somudrer maje re mon
Shanti rupa mukta fole
Tumi bhokti kore kuraye pabe
Shiv jukti moto chaile
Kam aadi choy kumbhir ache
Ahar lobhe sodai chole
Tumi bikek holdi gaaye mekhe jao
Chobe na tar gondho pele
Roton manik koto pore ache sei jole
Ramprasad bole jhompo dile
Milbe roton fole fole
Dub de re mon kaali bole