Dariye Tomari Shohore Lyrics (দাঁড়িয়ে তোমারি শহরে) Subhankar Debnath

0
135

Dariye Tomari Shohore Lyrics by Subhankar Debnath :
Song : Dariye Tomari Shohore (দাঁড়িয়ে তোমারি শহরে)
Vocal & Music : Subhankar debnath
Lyrics : Abhishek Debnath
Programming : Partha Banerjee & Shaon Mitra
Mix & Mastering : Partha Banerjee
Directed by: priobrata Paul
Label : Folk Studio Bangla

Dariye Tomari Shohore Song Lyrics In Bengali written by Abhishek Debnath And Sung by Subhankar debnath. Cinematography, edit and color by Priobrata paul.

Dariye Tomari Shohore Lyrics :
দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসো না তুমি এগিয়ে
তোমায় একা, আমার দেখা
দাওনা বাধা সরিয়ে।
দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসো না তুমি এগিয়ে।

খুঁজেছি জোনাকি আলোকে
খুঁজেছি আমি তোমাতে
ভাসিয়ে তোমায় আমি
সাজাবো অনেক দামী
না বলা কথা, মনে রাখা
জানাবো তোমায় কি করে ?

দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি,
এসো না তুমি এগিয়ে।

তোমাকে বেসেছি ভালো
চেয়েছি তোমাকে আরো
সেজেছো আমারই পরশে
কত যে ভালোবেসে
লুকিয়ে রেখে, কেন নিজেকে
রেখেছো এত আড়ালে ?

দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসো না তুমি এগিয়ে ।

Dariye Tomari Sohore Koto Bhalobasha niye
Eshe dhoro amay tumi Esho na tumi egiye
Tomay eka, amar dekha Daona badha soriye
Khujechi jonaki aalo ke Khujechi ami tomate
Bhashiye tomay ami Sajabo onek dami
Na bola kotha, mone rakha
Janabo tomay ki kore ?

Tomake besechi bhalo Cheyechi tomake aaro
Sejecho amari poroshe Koto je valobeshe
Lukiye rekhe, keno nijeke
Rekhecho eto arale ?