Dakatiya Banshi Lyrics (ডাকাতিয়া বাঁশি) Bohurupi Movie Song

0
14


Dakatiya Banshi Lyrics bengali song is sung by Shrestha Das, Nanichora Das Baul and Bonnie chakraborty from Bohurupi bengali movie. Starring Abir Chatterjee, Ritabhari Chakraborty, Shiboprosad Mukherjee, Koushani Mukherjee and many more. Sound design and Programming by Sudipto Paul and mixing and mastering by Saibal Karmakar. Dakatiya Banshi Lyrics in bengali written by Anindya Bose and Nanichora Das Baul. Bohurupi bengali film directed by Nandita Roy and Shiboprosad Mukherjee.

Dakatiya Banshi Song Information :

Song Name : Dakatiya Banshi
Film : Bohurupi
Singers : Shrestha Das, Nanichora Das Baul and Bonnie chakraborty
Composer : Bonnie Chakraborty
Lyricist : Anindya Bose and Nanichora Das Baul
Choreographer : Mangesh Khedekar
Direction : Nandita Roy and Shiboprosad Mukherjee
Cinematography : Indranath Marick
Produced by : Windows

Dakatiya Banshi Lyrics In Bengali :

দয়ালবাবা,
পেট ভোরে চাউমিন খাবা,
ময়দা-মুখো তাকাইছে
ডেবডেব করে তাকাইছে,
ময়দা-মুখো।

মটর কলাই গোলগোল
দাঁতে ভাঙে না,
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
ড্যাঙ ড্যাঙ ড্যাঙ জামাই এসেছে
বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি।

বুকের মাঝে আগুন আমার
ফাগুন বারোমাসী,
চমকে দিয়ে খেলে বেড়ায়
ডাকাতিয়া বাঁশি।
পিরিত আমার ভোমর পরান
সেই মধুরই খোঁজে,
কোন জ্বালাতে মরছি আমি
সেই ডাকাতই বোঝে।

এই, মুখের কথা সবাই জানে
বুকের কথা কজন?
চুপটি থাকা আদর সোহাগ
মাখবে শুধু সেজন।
সেজন আমার দস্যি দামাল
ডাকাতিয়া চাল,
লাগাম আমার ধরবে ঠিকই
আজ না হলে কাল।

হাটে গেলাম বাজারে গেলাম
কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা
হাগছে গাদা গাদা।

পিরিতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।
পিরিতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।

এই, চোখের মণি খেঁজুর গাছের
ডাগর রসের হাঁড়ি,
সেই রসেরই গতর মাতাল
হেবি ঝকমারি।
ওই চাঁদের রাতে নদীর ধারে
ঠোঁটের বাঁকা হাঁসি,
হাজার রকম নকশা করেও
সেই হাসিতেই ফাসি।

শোনরে আমার পাহাড় বুকের
ডাকাতিয়া ছেলে,
তোর থানাতেই বন্দী হবো
রসের ঘানি ঠেলে।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো,
কেঁন্দে মরে যাবি।

পিরিতি কাঁঠালের আঁঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।
পীরিতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।

মটর কলাই গোলগোল
দাঁতে ভাঙে না,
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
তাই, হাটে গেলাম বাজারে গেলাম
কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা
হাগছে গাদা গাদা।
ড্যাঙ ড্যাঙ ড্যাঙ জামাই এসেছে
বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে।

তাই, পান খেয়েছি, পিচ ফেলেছি
দাঁত করেছি ছোলা,
আমার বন্ধুর নাম রেখেছে
মুড়ি ভাজা খোলা।
হেন্টার ফুল থোকা থোকা
কানে গুজেছি,
আর বর্ধমানের ডালা এনে
লুচি ভেজেছি।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি।

Dakatiya Banshi Song Video :



Dakatiya Banshi Lyrics In English :

Doyalbaba
Pet bhore chaumin khaba
Moyda mukho takaiche
Dyabdyab kore takaiche
Motor kolai gologol
Daate bhange na
Oi parar shashurira bouma chene na
Dyang dyang dyang jamai eseche
baba fyan khabar dibbata venge feleche

E beshi takash na biye diye debo
Kende more jabi

Buker majhe aagun amar
Fagun baromashi
Chomke diye khele beray
Dakatiya banshi
Pirit amar bhomor poran
Sei modhuri khoje
Kon jwalate morchi ami
Sei dkatei bojhe

Ei mukher kotha sobai jaane
Buker kotha kojon
Chupti thaka ador sohag
Makhbe shudhu se jon
Se jon amar dosshi damal
Dakatiya chaal
Lagam amar dhorbe thiki
Aaj na hole kaal

Haate gelam bajaare gelam
Kine anlam aada
Aada kheye bojer baba
haagche gaada gaada

Piriti kathaler aatha
Laagle pore chhare na
Jene shune korga pirit re

Ei chokher moni khejur gacher
Dagor roser haari
Sei roseri gotor maatal
Hevvi jhokomari
Oi chander raate nodir dhaare
Thoter banka haasi
Hajar rokom noksha koreo
Sei haasitei faasi

Shonre amar pahar buker
Dakatiya chele
Tor thanatei bondi hobo
Roser ghani thele

ডাকাতিয়া বাঁশি গানের লিরিক্স লিখেছেন অনিন্দ্য বোস ও ননীচোরা দাস বাউল এবং গানটি গেয়েছেন শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত বহুরূপী বাংলা সিনেমায় অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখার্জী, কৌশানি মুখার্জী ও আরও অনেকে।

FAQs for Dakatiya Banshi

Who is the singer of Dakatiya Banshi?

Dakatiya Banshi song is sung by Shrestha Das, Nanichora Das Baul and Bonnie chakraborty.

Which film is the song Dakatiya Banshi from?

Dakatiya Banshi is a bengali song from Bohurupi bengali movie.

Who is the music director of Dakatiya Banshi?

The song Dakatiya Banshi is composed by Bonnie Chakraborty.

Who is the lyricist of Dakatiya Banshi?

Anindya Bose and Nanichora Das Baul has written the song “Dakatiya Banshi”.