Chup Kore Tui Lyrics by Monali Thakur And Ash King :
Chup Kore Tui Romantic Melody Song Is Sung by Monali Thakur And Ash King from Ei Ami Renu Bengali Movie. Starring: Soham Chakraborty, Sohini Sarkar, Gaurav Chakrabarty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music Composed by And Song Lyrics In Bengali Written by Rana Mazumder.
Song : Chup Kore Tui
Film : Ei Ami Renu
Singers : Monali Thakur & Ash King
Music & Lyrics : Rana Mazumder
Music Programming & Arrangements : Lyton
Mixed & Mastered by : Rupjit Das
Directed by : Saumen Sur
Story & Screenplay : Padmanabha Dasgupta
DOP : Gopi Bhagat
Produced by : Aangsh Movies
Presented by : Selim & Swarno
Label : SVF Music
Chup Kore Tui Song Lyrics IN Bengali :
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।
বলতে চেয়েছি, ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি,
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।।
এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই,
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায়।
আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।।
চুপ করে তুই লিরিক্স – মোনালি ঠাকুর ও অ্যাশ কিং :
Chup kore tui keno chili shudhui
Mone bedhe rekhe chup kotha
Aaj bole de sob badha katiye
Rangiye e bosonto bela
Bolte cheyechi bhoye morechi
Arale toke koto dekhechi
Bolche akash aar batash tui amar
Ash King,
Bengali Lyrics,
Gaurav Chakraborty,
Kaushik Ganguly,
Monali Thakur,
Soham Chakraborty,
Sohini Sarkar