Chumbok Mon Lyrics (চুম্বক মন) Kacher Manush | Usha Uthup

0
52


ঘাঁটা মাথা, জীবনের ধুরছাই 

বিশৃঙ্খলার গান,

ভলিউম বোতাম কমিয়েছো বলে 

বাঁচলো ক্লান্ত কান। 

আমি ভাবি মাঝে মাঝে

দেরি হয়ে গেছে,

পাবো না বোধ হয় আপনজন,

ভেবেছিলাম কখনো

প্রেমে জড়াবো না, কিসের এই আকর্ষণ। 

Tidi derarara শোন – 

কোনো কবি বলেছে থাকুক

যতই দূরে দূরে 

ঠিক মিলে যাবে চুম্বক মন। 

Tidi derarara শোন,

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন। 

আমি তোর ঘ্যান ঘ্যান ঘ্যানানি

শুনে যাওয়া কান হতে পারি,

তুই আমার রাস রাস রাস্তাপারের

সাহস দেওয়া হাত হতে পারিস,

না বলা যত

খারাপ লেগে থাকা চুপটি করে

বসে থাকা 

শুনবি যদি শোন, হুঁ.. মন

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন। 

ছাতার মাথা চিন্তা গুলো

তোকে দেখে সব পালায়,

কিছুরই যখন ঠিক নেই তখন

কেন যে মন ভেবে যায়। 

আমি ভাবতাম মাঝে মাঝে

দেরি হয়ে গেছে,

পাবো না বোধ হয় আপনজন,

ভেবেছিলাম কখনো প্রেমে জড়াবো না 

উফ বাবা সেই এক জ্বালাতন,

বলছি আমি শোন,

কোনো কবি বলেছে থাকুক

যতই দূরে দূরে 

ঠিক মিলে যাবে চুম্বক মন। 

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,

একা থাকতে পারে না

আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন। 

Chumbok Mon Lyrics In English :

Ghata matha jiboner dhurchai

Bishrinkholar gaan

Volume botam komiyecho bole

bachlo klanto mon

Ami vabi majhe majhe

Deri hoye geche

Pabona bodhoy aponjon

Vebechilam kokhono

Preme jorabo na 

Kiser ei akorshon

kono kobi boleche thakuk

Jotoi dure dure

Thik mile jabe chumbok mon

Eka thakte pare na

Athalo howa chare na chumbok mon

Ami tor ghyan ghyan gheynani

Shune jaowa kaan hote pari

Tui amar ras ras rastaparer

Sahos deowa haat hote paris

Na bola joto

Kharap lege thaka chupti kore

Bose thaka

Chaatar matha chinta gulo

Tokey dekhe sob palay

Kichuri jokhon thik nei tokhon

Keno je mon vebe jaay

Ami vabtam majhe majhe

Deri hoye geche

Pabona bodhoy apanjan

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা অভিনীত কাছের মানুষ বাংলা সিনেমার গান চুম্বক মন গানটি গেয়েছেন উষা উথুপ।  গানের সুর এবং চুম্বক মন গানের লিরিক্স লিখেছেন নীলায়ন চ্যাটার্জী।