Chorom Shasthobidhi Lyrics (চরম স্বাস্থ্যবিধি) Tasrif Khan

0
99


Chorom Shasthobidhi Lyrics by Tasrif Khan :

Chorom Shasthobidhi Coronavirus Awareness Bengali Song Is Sung by Tasrif Khan. Song Lyrics In Bengali Written by Tarik Abedin Emon.

Song : Chorom Shasthobidhi

Vocal & Tune : Tasrif Khan

Lyricist : Tarik Abedin Emon

Sound : Tanjeeb Khan

Cinematography, Edit & Color : Efty Evan

Chorom Shasthobidhi Song Lyrics In Bengali :

আজ ঘুরছে চাকা চলছে গাড়ি আগের মতোই সব

আজ হাট বাজারে যেখানেই যাই সেখানে উৎসব,

এই মানুষের ভিড় যায় না ঠেলা দোকান শপিং মলে

আর মাঠে ঘাটে আগের মতোই চায়ের আড্ডা চলে। 

করোনা শুধু ভর করছে ক্যাম্পাসে আর স্কুলে,

তাইতো বুঝি কর্তৃপক্ষ দেয় না এসব খুলে। 

এখন সেশন জট টা ভালোই কাটছে 

একই ক্লাশে পড়ে,

অনলাইনে করছি তো ক্লাশ মস্ত ঘুমের ঘোরে

ফেইসবুক আর গেইম খেলে তাই হচ্ছে সময় পার

বড় হয়ে নেতা হব পড়ার কি দরকার ? 

করোনা আজ পায় লজ্জা লোকাল বাসে উঠে

গাদাগাদি যাত্রী নিয়ে চলছে গাড়ী ছুটে,

রেল স্টেশন আর টার্মিনালে মানুষ পাগলা ঘোরা,

রাস্তাঘাটও আগের মতোই যানজটে থাকে ভরা। 

আজ সারা দেশে মানছে সবাই চরম স্বাস্থ্যবিধি

এই লকডাউনে হরহামেসাই চলছে বিয়ে সাদী,

আজ মিটিং মিছিল চলছে নাকি স্বাস্থবিধি মেনে

এই রং তামাশার শেষটা কোথায় কে বা ভালো জানে। 

করোনা শুধু ভর করছে ক্যাম্পাসে আর স্কুলে,

তাইতো বুঝি কর্তৃপক্ষ দেয় না এসব খুলে। 

এখন সেশন জট টা ভালোই কাটছে 

একই ক্লাশে পড়ে,

অনলাইনে করছি তো ক্লাশ মস্ত ঘুমের ঘোরে

ফেইসবুক আর গেইম খেলে তাই হচ্ছে সময় পার

বড় হয়ে নেতা হব পড়ার কি দরকার। 

চরম স্বাস্থ্যবিধি লিরিক্স – তাশরীফ খান :

Corona shudhu bhor korche 

campas aar school e

Taito bujhi kortipokkho 

dey na esob khule

Ekhon sesson jot ta bhaloi katche

Eki class e pore

Online e korchi toh class

Mosto ghumer ghorey

Facebook aar game khele tai

hocche somoy paar

Boro hoye neta hobo porar ki dorkar

Bengali Lyrics,
Tasrif Khan