Cholo Dekha Hok Lyrics (চলো দেখা হোক) Somchanda Bhattacharya

0
502

Cholo Dekha Hok Lyrics by Somchanda Bhattacharya :
Song: Cholo Dekha Hok (চলো দেখা হোক)
Singer: Somchanda Bhattacharya
Lyrics: Prasen
Music: Shubham Banerjee
Programming: Amit & Ishan
Mixing & Mastering: Amit
Video: NE EL
DOP: Prasenjit
Production Team: Shreyanjan & Deep
Label: Amara Muzik Bengali

Cholo Dekha Hok Song Lyrics In Bengali written by Prasen And Music composed by Shubham Banerjee. Starring: Neel Bhattacharya & Somchanda Bhattacharya.

Cholo Dekha Hok Lyrics :
কত কথা বলা বাকি,
আছে তোমার সাথে
কত হাঁটা চলা বাকি
আছে তোমার সাথে
কেন বোঝোনি আগে
কেন মন কেমন
আছি এখনো আমি
আগে ছিলাম যেমন।

চলো হোক দেখা হোক আজ আবার
চলো ঘুম ভেঙে ছুঁই সাত’সাগর।
আজ মন পাল তুলুক পুব’দিকে
চলো ঘুম ভাবি দিন রাত্রীদের।

রোজ তোমার খোঁজ তোমার ঘোরায় আমাকে
রাত তোমার হাত তোমার পোড়ায় আমাকে।

যদি তারা হয়ে লুকিয়ে থাকো
যদি মেঘে মেঘে নিজেকে ঢাকো (x2)
তুমি কানামাছি খেলবে বলে এখনো।

চলো হোক দেখা হোক আজ আবার
চলো ঘুম ভেঙে ছুঁই সাত’সাগর।
আজ মন পাল তুলুক পুব’দিকে
চলো ঘুম ভাবি দিন রাত্রীদের।

একলা মন দিন যাপন, কষ্ট হতে নেই
একলা এক দিন তুমি, থামবে এখানে (x2)

দেখো বলে গেলো সন্ধ্যে আজও
তুমি ফুলেদের গন্ধে আছো (x2)
আমি ছুঁয়ে ছুঁয়ে তাদের বাঁচি এখনও।

চলো হোক দেখা হোক আজ আবার
চলো ঘুম ভেঙে ছুঁই সাত’সাগর।
আজ মন পাল তুলুক পুব’দিকে
চলো ঘুম ভাবি দিন রাত্রীদের।

Koto kotha bola baki Ache tomar sathe
Koto hata chola baaki Ache tomar sathe
Keno bojhoni aage Keno mon kemon
Achi ekhono aami Aage chilam jemon

Cholo hok dekha hok aaj aabar
Colo ghum venge chui Saat sagor
Aaj mon paal tuluk poob dike
Cholo ghum vavi din raatrider
Rooj tomar Khoj tomar Ghoray amake
Raat tomaa Haat tomar poray amake