Chiltey Roud Lyrics (চিলতে রোদ) Arnob | Ripon | Coke Studio Bangla

0
130


Chiltey Roud Lyrics by Arnob And Ripon from Coke Studio Bangla Season One. Chiltey Rodey Song Lyrics Written by Saron Datta and Composed by Arnob from Chaina Bhabish Album. O Ki Ekbar Ashiya Lyrics Written by Abbasuddin Ahmed and Composed by Abdul Karim.

Chiltey Roud Song Details :

Song : Chiltey Roud 

Chiltey Rodey Written by : Saron Datta

O Ki Ekbar Ashiya Written by : Abbasuddin Ahmed

Vocals : Shayan Chowdhury Arnob

Vocals : Ripon Kumar Sarkar (Boga)

Vocals : Jannatul Firdous Akbar

Vocals : Rubayat Rehman 

Curated & Produced by : Shayan Chowdhury Arnob

Mixed by : Faizan Rashid Ahmad, Saadul Islam, Yash Divecha 

Mastered by : Yash Divecha

Creative Producer : Syed Gousul Alam Shaon

Video Directed by : Krishnendu Chattopadhyay

DOP : Kamrul H. Khosru

Label : Coke Studio Bangla

Chiltey Roud Lyrics In Bengali :

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি,

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি। 

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে। 

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি,

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি,

রোজ সকালে পড়ছে মনে

রোজ সকালে পড়ছে মনে,

এই কথাটা কেমনে বলি ?

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি।। 

বালিশ চাদর এপাশ ওপাশ

একটুখানি গড়িয়ে নেওয়া,

বালিশ চাদর এপাশ ওপাশ

একটুখানি গড়িয়ে নেওয়া,

আলতো ঘুমেই দুঃখটাকে

আলতো ঘুমেই দুঃখটাকে,

খানিক সুখের প্রলেপ দেওয়া। 

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে,

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে। 

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু

ডারা না হন পার,

ওরে থাউক মন তোর দিবার থুবার

দেখাই পাওয়া ভার রে। 

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে। 

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

রেতের বেলা একলা এখন

জিরচ্ছে সব শহরতলি,

রেতের বেলা একলা এখন

জিরচ্ছে সব শহরতলি,

চোখ দুটো খুব পড়ছে মনে

চোখ দুটো খুব পড়ছে মনে,

এই কথাটা কেমনে বলি?

চিলতে রোদে পাখনা ডোবায়।। 

কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস,

কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস,

ওরে ডাহুকি কান্দনে সই মুই

ছাড়মু ভাইয়ার দ্যাশ রে। 

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে,

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে। 

Chiltey Roud Lyrics In English :

Chiltey rodey pakhna dobay

Muchki haase sohortoli

O ki ekbar Ashiya

Sonar Chand mor jao dekhiya Jao re

Chilte rode pakhna dobay

Muchki hase sohortoli

Roj sokale porche mone

Ei kothata kemne boli

Balish chador epash opash

Ektukhani goriye neowa

Balish chador, epash opash

Ektukhani goriye newa

Aalto ghumei dukkho taake

Khanik sukher prolep deowa

Raater bela ekla ekhon

Jirocche shob sohortoli

Chokh duto khub porche mone

Ei kothata kemne boli

Chilte rodey pakhna dobay

Kora kande kuri kande

Kande balihash

Ore dahuki kondone soi mui

Charmu bhaiyar dash re

কোক স্টুডিও বাংলার গান ‘চিলতে রোদ’ গানটি গেয়েছেন শাওন চৌধুরী অর্ণব ও রিপন কুমার সরকার। চিলতে রোদ পাখনা ডোবায় গানের লিরিক্স লিখেছেন সারণ দত্ত। নজরুল ইসলাম। ও কি একবার আসিয়া গানের লিরিক্স লিখেছেন আব্বাসউদ্দীন আহমেদ।